পোষ্য সারমেয়ের মধ্যে লড়াই। তাই নিয়ে মারাত্মক রূপ নিল ২ প্রতিবেশীর ঝগড়া। চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দুজন। এছাড🅰়াও ৬ জন আহত হয়েছেন। চঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। বৃহস্পতিবার⭕ রাতে ঘটনাটি ঘটেছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম রাজপাল রাজাওয়াত।
আরও পড়ুন: দামি ল্যাম্বারগিনি দেখে বড♑্ড ঘেউ ঘে💎উ করছিল! কুকুরকে পিষে মারলেন গাড়ির মালিক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজপাল রাজাওয়াত, ব্যাঙ্ক অফ বরোদার একটি স্﷽থানীয় শাখায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করে। বৃহস্পতিবার রাতে কুকুর নিয়ে দুই পরিবারের মধ্যে দুই পরিবারের মধ্যে বচসা চরম আকার নেয়। বৃহস্পতিবার রাতে তাদের পোষা কুকুর একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। এই দুই পরিব🎶ারের মধ্যে প্রথমে বচসা বাঁধে। এরপর তাঁদের বচসা চরম আকার নিলে ব্যাঙ্কের ওই নিরাপত্তারক্ষী তার লাইসেন্সধারী বন্দুক দিয়ে এলোপাথারি গুলি চালায় বলে জানান অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ অমরেন্দ্র সিং বলেছেন।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দুজন। মৃতদের নাম হল বিমল (৩৫) এবং রাহুল ভার্মা (২৮)। আহত ৬ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। জানা যায়, রাজাওয়াত যখন তার পোষা কুকুরটিকে কৃষ্ণবাগ কলোনি এলাকায় বেড়াত🍌ে নিয়ে যাচ্ছিল তখনই ঝামেলার সূত্রপাত🍷। রাজাওয়াতের প্রতিবেশীর কুকুরের সঙ্গে তার কুকুরটির লড়াই বাঁধে।
তাদের মধ্যে বচসা বেশি হতেই রাজাওয়াত তার বাড়িতে গিয়ে বন্দুক নিয়ে এসে এলোপাথারি গুলি চালায়। তাই আগে শূন্যে দুই রাউন্ড গুলি চালায় সে। এর ঘটনায় রাজাওয়াতকে পরে গ্রেফতার করে পুলিশ। তার বন্দুকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানায়, রাজাওয়াত এবং তার প্রতিবেশীর মধ্যে কোনও পূর্ব শত্রুতা ছিল না। গুলি চালানোর ঘটনাটি পোষা কুকুরদের ম🐼ধ্যে লড়াইয়ের ফলস্বরূপ। তিনি বলেন, পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে।
একই ধরনের একটি ঘটনা ঘটেছিল গত মার্চ মাসে। ঘটনাটি ঘটেছিল গুরুগ্রামে সে ক্ষেত্রে বেআইনিভাবে কুকুরের লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। সেই লড়াই চলাকালীন বচসায় জড়িয়ে পড়ে মাল𓃲িক এবং আয়োজকরা। তখন মালিক আয়োজক যুবককে গুলি করে খুন করে বলে অভিযোগ ওঠে। মালিকের নাম ছিল রাজকমল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। জানা যায় বেআইনিভাবে কুকুরের লড়াইয়ের আয়োজন করে হয়েছিল সেখানে।