আদিত্য নাথ ঝা
বিহারের মুঙ্গের জেলায় কৃমিনাশক ওষুধ খেয়ে প্রায় ২২জন ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। তাদের হাসপাতালে আনা হয়। তবে হাসপাতাল সূত্রে খ🎀বর, তাদের অবস্থা আপাতত স্থিতিশীল। মুঙ্গেরের জেলাশাসক নবীন ꦰকুমার বলেন, ২০-২২জন ছাত্র কৃমির ওষুধ খাওযার পরে অস্বস্তি বোধ করছিল। কয়েকজনকে স্কুলেই চিকিৎসা করা হয়। বাকিদের হাসপাতালে আনা হয়। তারা সকলেই ভালো আছে। কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।
জেলাশাসক জানিয়েছেন, সম্ভবত ওই শিশুরা খালি পেটে ওষুধগুলো খেয়েছিল। সেকারণেই তাদের অস্বস্তি হচ্ছিল। তবে এনিয়ে কারোর কোনও গাফিলতি পাওয়া যায়নি। পাশাপাশি তিনি জানিয়েছে, সকালের খাবার খাওয়ার পরেই যাতে শিশুরা ক🦋ৃমি নাশক ওষুধ খায় সেব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, মিড ডে মিল খাওয়ার পরে 🐼ওষুধ খাওয়ানোর ব্যাপারে স্কুলগুলিকে বলা হয়েছে।
সূত্রের খবর, স্কুল পড়ুয়াদের নিয়ম মেনেই Albendazole tablet খাওয়ানো হচ্ছিল। ঘোরঘাটের শাহ জুবাইর মিডল স্কুলেও প্রায় ৩০০ পড়ুয়াকে এই ট্যাবলেট খাওয়ানো হয়। এদিকে ট্যাবলেট খাওয়ার মিনিট দশেক পর 💃থেকেই কয়েকজনের বমি পেতে শুরুও করে। কয়েকজন আবার অজ্ঞান হয়ে যায়। ঘটনার পরেই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে খবর দেওয়া হয়। দ্রুত অ্যাম্বুল্যান্স নিয়ে এসে তাদের বারিয়ারপুর༒ পিএইচসিতে নিয়ে যাওয়া হয়। স্কুলেও মেডিক্যাল টিম আসে। এদিকে বিহারের অনেক স্কুলের ছাত্রছাত্রীরাই আতঙ্কে কৃমিনাশক ওষুধ খেতে চাইছে না বলে খবর। তবে স্বাস্থ্যদফতরের দাবি, কিছু খেয়ে এই ট্যাবলেট খেলে কিছু হবে না।