সপ্তাহে আট ঘণ্টা করে চারদিন কাজ করতে হবে। শুক্রবার কাজ করতে হবে সাড়ে চার ঘণ্টা। শনিবার এবং রবিরার পুরো ছুটি থাকবে। এমনই সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরশাহি। যে নিয়ম নয়া বছরের পয়লা জানুয়ারি থেকে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে কার্যকর হবে। আপাতত সংযুক্ত আরব আমিরশাহিতে শুক্রবার এবং শনিবার ছুটি থাকে। সৌদি আরব-সহ প্রাচ্যের একাধিক দেশেই শুক্রবার এবং শনিবার ছুটি থাকে। তার জেরে বিশ্বব্যাপী বাণিজ্যের সঙ্গে খাপ খাওয়ানো যায় না বলে সংশ্লিষ্ট মহলের মতে। সেই পরিস্থিতিতে অর্থনৈতিক ক্ষেত্রে সৌদি আরবকে টেক্কা দিতে এবং আরও বেশি বিদেশি বিনিয়োগ টানতে বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শনিবার এবং রবিবার অফিস, স্কুল ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। নয়া নিয়ম অনুযায়ী, সোমবার থেকে সরকারি প্রতিষ্ঠানে (সরকারি অফিস, স্কুল) শুরু হবে। বৃহস্পতিবার পর্যন্ত দৈনিক আট ঘণ্টা কাজের সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৭ টা ৩০ মিনিটে শুরু হবে কাজ। চলবে দুপুর ৩ টে ৩০ মিনিট পর্যন্ত। যা কর্মচারীদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখতে সাহায্য করবে বলে জানানো হয়েছে। শুক্রবারও অফিস থাকবে। সেদিন সাড়ে চার ঘণ্টা কাজ করতে হবে। সকাল ৭ টা ৩০ মিনিট থেকে বেলা ১২ টা পর্যন্ত চলবে কাজ। তবে সেই নিয়ম আদৌও বেসরকারি অফিসের ক্ষেত্রে কার্যকর হবে কিনা, তা নিয়ে ধন্দ আছে। সংযুক্ত আরব আমিরশাহির তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে বেকার অ্যান্ড ম্যাকেঞ্জির হাবিব আল মুল্লার আইনি সংস্থার হাবিব আল মুল্লা সংবাদসংস্থা ব্লুমবার্গকে বলেছেন, ‘এটা সম্ভবত বেসরকারি ক্ষেত্রের জন্য প্রয়োজ্য হবে না।’