উদয়পুরে নৃশংস হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ রিয়াজ আত্তারি যোগ দিয়েছিল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া বা এসডিপিআই। কট্টরপন্থী পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজন💟ৈতিক শাখা হল এসডিপিআই। এর আগে অভিযোগ উঠেছিল যে এই রিয়াজ নাকি বিজেপির সঙ্গে যুক্ত। বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছিল, উদয়পুরের বিধায়ক গুলাব চাঁদ কাটারিয়ার সঙ্গে রিয়াজের ছবি আছে। বিজেপির উদয়পুরের সংখ্যালঘু শাখার প্রধান ইরশাদ চেনওয়ালার সঙ্গেও রিয়াজের ছবি আছে বলে 💝দাবি উঠেছিল।
ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি (এনআইএ) শুক্রবার সন্ধ্যায় কানহাইয়া লাল হত্যাকাণ্ডে সপ্তম অভিযুক্ত ফারহাদ মহম্মদ শেখ ওরফে বাবলাকে গ্রেফতার করেছে। এরপরই তদন্তকারীরা জানতে পারেন যে ২০ জুন নূপুর শর্মার বিরুদ্ধে পিএফআই-এর সমাবেশের পরেই উদয়পুর ষড়যন্ত্রটি তৈরি হয়েছিল। যদিও এই বিষয়ে তদন্তকারীরা সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে কোনও কিছুই বলছেন না। তবে জানা গিয়েছে, বাবলা জানিয়েছে রিয়াজ ২০১৯ সালে এসডিপিআই-তে যোগ দিয়েছিল। সে এসডিপিআই-এর সক্রিয় কর্মী ছিল বলেও বাব꧂লা জানায়। জানা যায়, ২০ জুন এসডিপিআই-এর সভার পর থেকেই কানহাইয়া লালকে নিয়মিত হুমকি দিত ঘউস মহম্মদ এবং রিয়াজ আত্তারি। তবে উদয়পুর 𝓀পুলিশ নাকি সেই হুমকিকে পাত্তা দেয়নি।
PFI-SDPI নিজেদেরকে সামাজিক-রাজনৈতিক সংগঠন হিসেবে বর্ণনা করে। তবে প্রাক্তন সিমি ক্যাডাররা এই সংগঠনে রয়েছে।🍬 এই প্রাক্তন সিমি ক্যাডাররা আলহে-হাদিস বা সালাফি মতাদর্শে বিশ্বাসী। তাদের চরমপন্থার প্রতি ঝোঁক রয়েছে। গত দশকে পিএফআই-এসডিপিআই কেরল এবং কর্ণাটক পর্যন্ত সীমিত ছিল। তবে তারা এখন সংগঠন প্রসারের দিকে নজর দিয়েছে। এসডিপিআই সাম্প্রতিক সময়ে তামিলনাড়ু সিএএ বিরোধী বিক্ষোভকে সমর্থন জানিয়েছিল। কৃষি আইন বিরোধী আন্দোলনেও সমর্থন ছিল এসডিপিআই-এর।