টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে চলেছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর মসনদের লড়াই। লড়াইয়ে এবার শেষ ২দুইয়ে রয়েছেন লিজ ট্রাস ও ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভূত ঋষিকে নিয়ে বহু দি༺ন ধরেই ব্রিটেনের রাজনীতিতে নানান আলোচনা হয়েছে। ব্রিটেনের প্রাক্তন চ্যান্সেলার অফ এক্সচেকার ঋষির সঙ্♔গে লড়াই এবার প্রাক্তন ফরেন সেক্রেটারি লিজের।
মূলত, ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের দৌড়ে শেষ তিনের লড়াই চলছিল। সেই জায়গা থেকে ছিটকে যান পেনি মরডান্ট। তাঁর সংগ্রহের ভোট ১০⭕৫টি। ব্রেটেনের ট্রয়ের প্রতিনিধিদের তরফে শেষ ৫ ব্যালটে এগিয়ে ছিলেন ঋষি। আপাতত তাঁর নিটকতম প্রতিপক্ষ ট্রাসের পক্ষে ভোট রয়েছে ১১, সেখানে ঋষির দখলে রয়েছে ১৩৭ টি ভোট। ফলে ঋষি সুনাক যে এবার ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের ফিনালেতে পৌঁছে গিয়েছেন তা বলাই যায়।
ব্রিটেনে জোরদার রাজনৈতিক হাওয়া সুনাকের সমর্থনে রয়েছে বলে দাবি অনেকের। ইতিমধ্যেই প্রধানমন্ত🔯্রিত্বের লড়াইয়ে প্রথম থেকেই কার্যত ‘ফাার্স্ট বয়’ হিসাবেই এগিয়ে রয়েছেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনাক। ফলে ১০ ডাউনিং স্ট্রিটে কে পা রেখে শেষ হাসি হাসবেন তা নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে। গোটা আন্তর্জাতিক মহলের নজর রয়েছে বরিস পরবর্তী ব্রিটেনের মসনদের ভোট ঘিরে। উল্লেখ্য, কয়েকদিন আগে দুর্নীতি ইস্যুতে বরিস জনসন সেদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেই ব্রিটেনের রাজনীতিতে ডামাডোল শুরু হয়।