মস্কোর পুশকিন স্কোয়ারে ১৯৯০ সালে প্রথম ম্যাকডনাল্ডসের রেস্তোঁরা খুলেছিল। সেদিন প্রথমবার মার্কিন খাবারের স্বাদ পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন রুশবাসীরা। এরপর সোভিয়েত ইউনিয়ন ভেঙেছে। বিশ্বায়নের জমানায় মার্কিন সামগ্রী হাতের মুঠোয় এসেছে রুশবাস🙈ীর। তবে ইউক্রেনে রুশ সেনার হামলা সব কিছু পাল্টে দিচ্ছে। সাধারণ রাশিয়ানদের জন্য। এর আগেই একাধি🅰ক বিদেশি সংস্থা রাশিয়া থেকে নিজেদের ব্যবসা গুটিয়েছে। আর এবার সেই তালিকায় নাম লিখিয়েছে পেপসি, কোকাকোলা। বন্ধ হচ্ছে ম্যাকডনাল্ডস, স্টারবাকসও। আর এই ঘোষণার পরই মস্কোর ম্যাক’ডি রেস্তোঁরার ড্রাইভ-থ্রুতে দেখা গেল লম্বা লাইন। শেষ বারের মতো নিজেদের পছন্দের মার্কিন খাবার খাওয়ার হিড়িক রাশিয়ানদের মধ্যে।
ম্যাকডোনাল্ডের প্রেসিডেন্ট এবং সিইও ক্রিস কেম্পজিনস্কি কর্মীদের উদ্দেশে একটি খোলা চিঠিতে বলেছেন, ইউক্রেনে এই অপ্রয়োজনীয় মানবিক দুর্ভোগকে উপেক্ষা করতে পারি না, এটা আমাদের মূল্যবোধের পরিপন্থী। ম্যাকডনাল্ডস আপাতত রাশিয়ায় তাদের ৮৫০ আউটলেট বন্ধ করে দিচ্ছে। তবে ম্যাকডনাল্ডে কাজ করা ꦦপ্রায় ৬২ হাজার কর্মীদের বেতন দেওয়া 🥀জারি রাখবে সংস্থা।
এদিকে এর আগে স্টারবাকস জানিয়েছিল যে রাশিয়ায় তাদের ১৩০টি স্টোর থেকে যে আয় হয়েছে তা তারা ইউক্র🐽েন যুদ্ধে বিধ্বসংত হয়ে পড়াদের জন্য দান করবে। পরে অবশ্য রাশিয়ায় সব স্টোর বন্ধ করার ঘোষণা করে সংস্থাটি। এদিকে কোকাকোলাও রাশিয়ায় তাদের সব ব্যবসা বন্ধের ঘোষণা করেছে। রাশিয়ায় কোকের ১০টি বটলিং ফ্যাক্টরি আছে এবং ইউরোপে কোকের সবচেয়ে বড় বাজার রাশিয়া। একই পথে হেঁটে পেপসির তরফেও এই একই ধরনের ঘোষণা করা হয়েছে। তবে পেপসির সাথে যুক্ত ৪০ হাজার রুশ কৃষক এবং ২০ হাজার কর্মচারীকে সংস্থার তরফে সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে জেনারেল ইলেকট্রিকসও জানিয়েছে যে তারা রাশিয়ায় তাদের সব ব্যবসা বন্ধ করবে।