ক্রিমিয়ায় ব্রিজ ভাঙার পরই কার্যত আরও আগ্রাসী হয়ে উঠেছে রাশিয়া। ইউক্রেনের কিয়েভে একাধিক জায়গায় দফায় দফায় হামলা শুরু হয় সোমবার সকাল থেকেই। কিয়েভে এই হামলায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি। তিনি বলছেন , রাশিয়া জেনে বুঝে নরহত্যার জন্যই এই🃏 কাজ করেছে ওই নির্দিষ্ট সময়ে।
ইউক্রেনের প্রেসিডেন্ট অভিযোগের সুরে বলছেন, সকাল থেকে জেনে বুঝে রাশিয়া এই হামলা চালিয়ে যাচ্ছে। যাতে সবচেয়ে বেশি পরিমাণ প্রাণহানি হয়, কার চেষ্টায় রয়েছে রাশিয়া। এছাড়াও তাঁর অভিযোগ, দেশের শক্তিসম্পর্দের নানান প্রতিষ্ঠানকে টার্গেট করছে রাশিয়া। তিনি বলছেন, "ওরা (রাশিয়া) চাইছে 𝔉মানুষ আতঙ্কিত হোক। ওরা আমাদের শক🙈্তি সম্পদকে টার্গেট করছে।' জেলেনস্কি বলছেন, ‘রাশিয়ার দ্বিতীয় টার্গেট হল আমাদের দেশের মানুষদের হত্যা করা। এমন একটি সময় ও এমন একটি নিশানা ইচ্ছে করে বেছে নেওয়া হয়েছে যাতে সবচেয়ে বেশি ধ্বংস করা যায়।’
স্ক্রিনে আচমকা একꦉ মুখোশ! ইরানের লাইভ টিভি হ্য🅷াক প্রতিবাদীদের, জ্বলছে দেশ
প্রসঙ্গত, শনিবারই রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় ব্রিজের ওপর বিস্ফোরণ ঘটꦏানো হয়। প্রসঙ্গত, ওই ব্রিজ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংযোগকারী ব্রিজ। রাশিয়ার অভিযোগ ছিল, এই বিস্ফোরণ ইউক্রেন ঘটিয়েছে। যার জেরে সেই দেশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে রাশিয়া। তারপর থেকেই ইউক্রেনের বড় শহরগুলিতে টার্গেট করে হামলা শুরু করে সেদেশ। কিয়েভে এই নতুন করে চলা হামলায় নিহত হয়েছেন অন্তত ৫ জন। আহতের সংখ্যা ১২। গোটা ঘটনা ঘিরে ফের যুদ্ধের আবহে উস্কানি উঠে আসছে বলে মনে করা হচ্ছে।