নারায়ণ মূর্তি ও সুধা মূর্তি। ইনফোসিসের জন্মের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের নাম। CNB꧃C-TV18 এর সঙ্গে কথা বলেছেন তাঁরা। সেখানে উঠে এসেছে পুরানো সেই 🍸দিনের কথা।
নারায়ণ মূর্তি জানিয়েছেন, সেই দিনꩲগুলিতে আমি যাকে বলে ভালোবাসা সেটাতেই জডꦏ়িয়েছিলাম। আপনি মনে হয় বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি। হরমোন সেই সময় আমায় যেন তাড়া করে বেড়াত। জানেন মনে হয় সেটা কেমন ছিল। নায়ারণ মূর্তি যখন এই কথা বলছিলেন তখন লজ্জায় লাল হয়ে উঠছিল সুধামূর্তির গাল।
বয়স ৭৭ বছর। পুরানো দিনের কথা মনে করার চেষ্টা করেন নারায়ণমূর্তি। তিনি বলেন, সেই সময় বয়সটা একেবারে অন্যরকম ছিল। যখন বাচ্চা হয় তখন আবার সম্পর্কটা অন্য়রকম হয়। তখন দুজনকেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য় যতটা মশলা প্রয়োগ প্র♍য়োজন সেটা প্রয়োগ করতে হয়।
সম্প্রতি তাঁকে নিয়ে একটি বই লেখা হয়েছে। An Uncomm𝓡on love: The Early life of Sudha and Narayana Murthy। লেখিকা চিত্রা ব্যানার্জি দিবাকারুনি। সেখানে নারায়ণ মূর্তি ও সুধা মূর্তির জীবনের অজানা নানা কথা উল্লেখ করা হয়েছে। সম্প্রতি নারায়ণꦍ মূর্তি জানিয়েছেন, সুধাকে কোম্পানির বাইরে রেখে আমাদের ভুল হয়ে গিয়েছিল। কারণ সুধা ছিলেন নারায়ণ মূর্তির থেকেও বেশি যোগ্যতা সম্পন্ন।
নারায়ণ মূর্তি সিএনবিসি-টিভি১৮ সংবাদমাধ্যম জানিয়েছে꧂ন, আমার যেটা মনে হয়েছে, ভালো কর্পোরেট গভর্নান্স মানে তার মধ্য়ে পরিবারকে অন্তর্ভুক্ত করা নয়। কারণ সেই স🐠ব দিনগুলিতে একটা প্রবণতা ছিল যে ছেলেমেয়েরাও কোম্পানির মধ্য়ে ঢুকে পড়ত আর কোম্পানি চালাত তারা। এটা আইনের একটা লঙ্ঘন বলে মনে করা হত।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, কয়েক বছর আগে আমি দর্শন🎃ের কয়েকজন প্রফেসরের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তারা বলছিলেন আমার যে ধারণা ছিল সেটা ঠিক নয়। তাঁরা আমায় বলেছিলেন অন্যদের যেমন প্রতিভা থাকে তেমনি আপনার স্ত্রী, সন্তানদেরও প্রতিভা থাকতে পারে। আপনি তাকে তাদের কাজকর্ম থেকে আটকে রাখতে পারেন না। কারণ তাদের অধি🍒কার রক্ষার বিষয়টিও দেখতে হয়।
তবে এই ভুলের কথা স্বীকার করে নেন নারায়ণ মূর্তি। তি♚নি বলেন, আসলে কী জানেন ওটা ওই সময়, ওই পরিস্থিতির দোষ ছিল। ভুলটা করে ফেলেছিলাম।