স্বামীর দীর্ঘায়ু কামনা করে সারা দিন না খেয়🌄ে, করওয়া চৌথের উপোস করেছিলেন যে বধূ, সেই তিনিই কিনা ব্রত সম্পূর্ণ করার পর খুন করলেন স্বামীকে? মহিলার এমন আচরণে হতবাক হয়ে গিয়েছেন তাঁর পরিবারের সদস্য থেকে শুরু করে পাড়া-পড়শি সকলেই।
রবিবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য 𓂃ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশের কৌশাম্ভী জেলার একটি গ্রামীণ অঞ্চলে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সন্দেহের বশেই নাকি স্বামীকে খুন করেছেন ওই মহিলা।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, ঘটনায় নিহত যুবকের নাম শৈলেশ। 🍨৩২ বছরের শৈলেশকে ব🍃িষ খাইয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর স্ত্রী সবিতাকে।
সবিতার সন্দেহ ছিল, তাঁর 🍃স্বামী অন্য মহিলার প্রেমে পড়েছেন। সেই সন্দেহ থেকেই স𝕴্বামীকে খুন করার সিদ্ধান্ত নেন তিনি।
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নিহত যুবক ও তাঁর পরিবার কৌশাম্ভি জেলার লাল বাহাদুর শাস্ত্রী নগর এলাকারই একটি গ্রামের বাসিন্দা। রবিব♉ার এলাকার অন্য়ান্য বিবাহিতার মতোই সবিতাও করওয়া চৌথের উপোস ও ব্রত 💃করেছিলেন। স্বামীর মঙ্গল কামনায় সারা দিন উপোসও করেছিলেন তিনি।
কিন্তু, গন্ডগোল শুরু হয় সন্ধেবেলা। সেই সময়েই সাধারণত স্বামীর হাতে জলপান করে করওয়া চৌথের উপোস ভাঙেন মহিলারা।🗹 সূত্রের দাবি, উপোস ভাঙার সময় শ♐ৈলেশের সঙ্গে ঝগড়া শুরু হয় সবিতার। তার জেরেই শৈলেশকে খুন করা হয় বলে অভিযোগ।
শৈলেশের ভাই অখিলেশ জানিয়েছন, তাঁর বউদিই দাদাকে বিষ খাইয়ে খুন করেছেন। বিষ খাওয়ার বিষয়টি সামনে আসতেই শৈলেশকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন অখিলেশ। হাসপাতালে সঙ্গে সঙ্গে শৈলেশের চিকি🌞ৎসা শুরু করা হলেও তাঁকে বাঁচানো যায়নি।
অখিলেশ জানিয়🍰েছেন, তাঁদের কাছে একটি ভিডিয়ো রেকর্ডিং রয়েছে। শৈলেশের খাবারে যে সবিতাই বিষ 🌞মিশিয়েছিলেন, তার প্রমাণ সেই ভিডিয়ো রেকর্ডিংয়ে রয়েছে।
এদিকে, এই ঘটনার পরই নিহত শৈলেশের স্ত্রী সবিতা পালিয়ে গিয়ে গা-ঢাকা দেন বলে অভিযোগ ওঠে। কিন্তু, কিছু 🍒সময়ে﷽র মধ্য়েই পুলিশ তাঁকে গ্রেফতার করে।
কৌশাম্ভি জেলার পুলিশ সুপার বৃজেশ কুমার শ্রীবাস্তব এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'ইসমাইলপুর গ্রামে এই অপরাধের ঘটনাটি ঘটেছে বলে আমাদের কাছে রিপোর্ট করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই মহিলার তাঁর স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল। আর তারপরই তিনি তাঁর স্বামীকে বিষ খ♏াইয়ে দেন।'
ওই পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন, 'আক্রান্ত যুবক পরে চিকিৎসা চলাকালীন মারা যান। এক💞টি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। নিহত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য༺ পাঠানো হয়েছে।'