গালওয়ান উপত্যকার সংঘর্ষে শহিদ ২০ জন ভারতীয় জওয়ানের প্রতি স🎀মবেদনা জানালেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও। আমেরিকা শহিদ জওয়ানদের পরিবারকে মনে রাখবে বলে জানান তিনি।
একটি টুইটবার্তায় পম্পেও বলেন, 'চিনের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বে প্রাণহানির জন্য ভারতের মানুষের প্রতি গভ𝔉ীরভাবে সমবেদনা জানাচ্ছি। এই শোকের মুহূর্তে আমরা জওয়ানদের পরিবার, প্রিয়জন এবং সম্প্রদায়কে মনে রাখব।'
প্রকৃ💯ত নিয়ন্ত্রণরেখা বরাবর পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার প্যাট্রোলিং পয়েন্ট ১৪-এর কাছে ভারতীয় এবং চিনা সেনার সংঘর্ষের ঘটনায় 'কড়া নজর' রাখছে বলে আগেই জানিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার ওয়াশিংটনের তরফে বলা হয়, ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় এবং চিনা সেনার মধ্যে যে পরিস্থিতি আছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা। ভারত এবং চিন উভয়েই (উত্তেজনা) কমানোর অভিপ্রায় দেখিয়েছে এবং আমরা বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের পক্ষে আছি।’ ইতিমধ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেচারি কেলেই ম্যাকিনানি জানান, ভারত-চিন সীমান্তের পরিস্থিতি নিয়ে অবহিত রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে, চলতি মাসের গোড়ার দিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনার জন্য চিনা 'আগ্রাসন' -কে একহাত নিয়েছিলেন মার্কিন হাউসের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান এলিয়ট অ্যাঞ্জেল। একটি বিবৃতিতে ওই গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান বলেন, 'প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-চিন সীমান্তে চিনা আগ্রাসনের বিরুদ্ধে আমি অত্যন্ত উদ্বিগ্ন। চিন⭕ আবারও একবার প্রমাণ করছে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিবাদের সমাধান না করে নিজের প্রতিবেশীদের হুমকি দিতে চাইছে তারা। নিয়মকানুনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে কূটনীতি ও নির্দিষ্ট প্রক্রিয়া ব্যবহারের জন্য চিনকে আর্জি জানাচ্ছি আমি।'
্ছি আমি।'