দিওয়ালির বার্তা দিতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সচিব অ্যান্টনি ব্লিনকেন। স্টেট ডিপার্টমেন্টের আয়োজিত দিওয়ালির অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, 'বিশ্বাস সেই পাখি যা ভোরের অন্ধকার হলে আলো অনুভব করে।' ব্লিনকেন বলেন, '১০ বছর আগে তৎকালীন স্টেট সেক্রেটারি জন কেরি স্টেট ডিপার্টমেন্টে প্রথমবারের মতো দীপাবলির অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এক দশক পরে আজ এই বার্ষিক অনুষ্ঠান একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। এটা নিয়ে আমি খুব গর্বিত এবং এই অনুষ্ঠান চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।' (আরও পড়ুন: 'ভারতের ঋণের বোঝা হবে ১৮৫ ট্রিলিয়ন',𝔍 মোদীর খোঁচার জবাবেꦚ হিসেব কষলেন মুখ্যমন্ত্রী)
আরও পড়ুন: লাদাখের ডেমচকে টহল শুরু সেনার, ২০২০ সালের সংঘাতের আগের 𝕴অবস্থান🤪ে কি ফিরল ভারত?
এরপর ব্লিনকেন আরও বলেন, 'এই বছর বিশ্বজুড়ে এক বিলিয়নেরও বেশি হিন্দু, বৌদ্ধ এবং শিখ দীপাবলি উদযাপন করছেন এবং প্রাণবন্ত নিদর্শনে ঘর সাজাচ্ছেন, রঙ্গোলি, ফুলের মালা ঝুলানো, প্রদীপ জ্বালাচ্ছেন। বিভিন্ন সম্প্রদায়ের জন্য দিওয়ালির অর্থ ভিন্ন। কিন্তু বাঙালি কবি রবীন্দ্রনাথ সর্বোত্তমভাবে এই বিষয়টি ধারণা করতে পেরেছিলেন। তিনি লিখেছিলেন, 'বিশ্বাস সেই পাখি যা ভোরের অন্ধকার হলে আলো অনুভব করে।' অন্ধকারে আলো ফিরে আসবে, এই ভাবনা নিয়েই দীপাবলি। দীপাবলি হল দক্ষিণ এশীয় সংস্কৃতির অনুস্মারক। এই বৈচিত্র থেকে আমেরিকা অনেক কিছু আহরণ করেছে। আমাদের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, বিশ্বব্যাঙ্ক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আমাদের দফতরেরই ডেপুটি সেক্রেটারি রিচার্ড বর্মা... তাই এই দীপাবলি উদযাপন করতে করতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এই বিশ্বকে আরও শান্তিপূর্ণ করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। শুভ দীপাবলি।' (আরও পড়ুন: ভাಞরতে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে দিওয়ওালি পালন প্রাক্তন পাক মন্ত্রীর)
আরও পড়ুন: অরুণাচ🦋ল সীমান্তে দিওয়ালি পালন রিজ𓂃িজুর, কথা বললেন চিনা জওয়ানদের সঙ্গেও
এর আগে হোয়াইট হাউজে দিওয়ালি পার্টি আয়োজন করা হয়েছিল। এই দিওয়ালি পার্টিতে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট পদের প্রার্থী কমলা হ্যারিস সহ প্রায় ৬০০ জন বিশিষ্ট মার্কিন-ভারতীয়। হোয়াইট হাউজের ব্লু রুমে এই আসরে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠনে অংশ নেন বাইডেন ও কমলা। সেই পার্টিতে বাইডেন বলেছিলেন, 'এখন আমেরিকায় দিওয়ালি মানেই আলোর রোশনাই। তবে একটা সময় আঁধারের ছায়া ছিল। কিন্তু এখন হোয়াইট হাউজে খোলাখুলি ও গর্বের সঙ্গে দিওয়ালি উদযাপিত হয়।' প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথম দীপাবলি পালিত হয় হোয়াইট হাউজে। সেই বছরই নির্বাচনে জিতে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে বিগত বেশ কয়েক বছর ধরে নিয়ম করে নিজের বাসভবনে দিওয়ালি আয়োজন করে আসছেন কমলা হ✃্যারিস। তবে এবার নির্বাচনের প্রাক্কালে প্রচারের চাপে সেই আয়োজন করেননি তিনি।