ꦬ বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে উষ্মাপ্রকাশ করল বিএনপি। শেখ হাসিনা বিরোধী দলের নেতাদের দাবি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা আদতে বাংলাদেশের সার্বভৌমত্ব আঘাত হানার সামিল। স্বাধীন বাংলাদেশকে অপমান করা হয়েছে বলেও অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। শুধু তাই নয়, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দাবি করেছেন, বাংলাদেশের মানুষ আগে মমতাকে ‘উদার’ মনের ভাবতেন। তাঁরা ভাবতেন যে মমতা একজন ‘অসাম্প্রদায়িক’। কিন্তু আজ তিনি যে বক্তব্য পেশ করলেন, তাতে বোঝা গেল যে মমতার সঙ্গে কট্টর হিন্দুত্ববাদীর কোনও ফারাকই নেই। ফলে বাংলাদেশিরা একেবারে হতভম্ব হয়ে গিয়েছেন।
মমতার কারণেই তিস্তা চুক্তি হয়নি, দাবি BNP নেতার
💛সেখানেই থামেননি বিএনপি নেতা। তিনি দাবি করেন, ভারতের অনেক রাজনৈতিক নেতাই বাংলাদেশের অধিকারকে পাত্তা দেন না। সেই দলে শামিল হলেন মমতাও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ যা বললেন, সেটা শুনে মনে হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের ঘটনার তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন। যে মমতার কারণেই তিস্তা চুক্তি বাস্তবায়িত হয়নি বলে আক্রমণ শানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
ꦓ একইসুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির দাবি করেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। বাংলাদেশের প্রতি সার্বিকভাবে ভারতীয় রাজনৈতিক নেতাদের যে মনোভাব, সেটা ফুটে উঠেছে মমতার কথায়। কিন্তু এই ধরনের চিন্তাভাবনা পোষণ করা ঠিক হবে না বলে দাবি করেন বিএনপির মহাসচিব।
মমতা ঠিক কী বলেছেন?
🌄আর রিজভি, আলমগিররা মমতার যে কথার রাগে চিড়বিড় করছেন, তা আজ বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কোনওরকম রাখঢাক না করে মমতা স্পষ্টভাবে জানান, বাংলাদেশের যা অবস্থা এখন, তাতে সেই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা উচিত। আর সেজন্য অবিলম্বে বিষয়টি রাষ্ট্রসংঘের কাছে উত্থাপন করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
'মমতা যা বললেন, তা তাঁর রাজনীতির জন্য সদর্থক হবে না'
💎সেই বিষয়টি নিয়ে নয়াদিল্লির তরফে কিছু জানানো না হলেও মমতাকে চরম আক্রমণ করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম মন্তব্য করেন, সেরকম হিসেবেই এটা দেখতে চাই। আমি জানি না যে উনি কেন এরকম বলেছেন।’
𒐪 তিনি আরও বলেন, 'ওঁনার ভোটারদের আমি জানি। আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম। আমি জানি। তাঁকে ব্যক্তিগতভাবে আমি জানি। তাঁর বাড়িতেও গিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এটা তাঁর জন্য সঠিক মন্তব্য নয়। পশ্চিমবঙ্গে রাজনীতিতে এটা তাঁর জন্য সদর্থক হবে না।'