যজ্ঞ শর্মা
বিদেশ সচিব বিনয় মোহꦏন খাতরা। তাঁর কার্যকাꦍলের মেয়াদ আরও ১৪ মাস বৃদ্ধি করা হল। পার্সোনাল মিনিস্ট্রির তরফে এটা জানানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর তাঁর অবসরের দিন ছিল।
চলতি বছরের ১ মে তিনি বিদেশ সচিব হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। হর্ষ বর্ধন সিংলার পরে তিনি এই পদে বসেন। 🐎সরকারি নির্দেশে বলা হয়েছে, ক্য়াবনিটের নিয়োগ কমিটি তাঁর চাকরির মেয়াদꦇ বৃদ্ধি করেছে। ৩০.০৪.২০২৪ পর্যন্ত তাঁর কার্যকালের মেয়াদ রয়েছে।
এদিকে সামনের বছর ভারত চাইছে জি-২০ সামিট হোস্ট করতে। তার আগে বিদেশ সচিবের কার্যকালের মেয়াদ 🌠বৃদ্ধি তাৎপর্যপূর্ণ।
এ🐎র আগে তিনি নেপালে ভারত নিযুক্ত রাষ্ট্র দূত ছিলেন।
ওয়াকিবহাল মহলের মতে, প্রতিবেশী দেশে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে তিনি অত্যন্ত কার্যকরী ভূমিকা নেন। আমেরিকা, চিন ও ইউরোপের সঙ্গে সম্পর্ক রক্ষায় তি🍰নি নানা ভূমিকা নিয়েছেন।
তাঁর মেয়াদই এবার বৃদ্ধি করা হচ্ছে। অনেকের মতে এর জেরে পররাষ্ট্রক্ষেত্রে ভারতের ভূমিকা আরও বৃদ্ধি পেতে পারে🐠। তিনি এক্ষেত্রে দক্ষতার সঙ্গে তাঁর ভূমিকা পালন করতে পারবেন বলে মনে করা হচ্ছে। আগামী সামিটেও তিনি বড় ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে।