'অবগত নই' বলে যন্তর মন্তরে কুস্তিগীরদের আন্দো🌠লন নিয়ে করা প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার এহেন সৌরভকেই যন্তর মন্তরে আমন্ত্রণ জানালেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেডেল জয়ী ভিনেশ ফোগাট। বর্✃তমানে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করছেন সৌরভ। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনাকের উদ্দেশে ভিনেশের বার্তা, 'তিনি যদি আমাদের ন্যায়বিচারের সাধনায় আমাদের সমর্থন করতে চান, তাহলে একজন ক্রীড়াবিদ হিসেবে যন্তর মন্তরে আসতে পারেন এবং আমাদের কাছ থেকে সবকিছু বুঝে নিতে পারেন।'
এর আগে এক অনুষ্ঠানে কুস্তিগীরদের🐽 আন্দোলন নিয়ে সৌরভ বলেছিলেন, 'ওদের লড়াই ওদেরকেই লড়তে দিন। আমি জানি না ওখানে ঠিক কী ঘটেছে। শুধু খবরের কাগজে যতটুকু পড়েছি। ক্রীড়াজগতে একটা বিষয় আমি উপলব্ধি করেছি যে, সম্পূর্ণ অবগত না হলে কোনও বিষয়ে কথা বলা উচিত নয়। আমি চাই সমস্যার তাড়াতাড়ি সমাধান হোক। কুস্তিগীররা দেশের জন্য বহু পদক জিতেছে এবং দেশকে গৌরব এনে দিয়েছে। সুতরাং, সমস্যা মিটে যাওয়া দরকার।'
উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই সর্বভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটরা প্রতিবাদ জারি রেখেছেন। বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন তাঁরা। সুপ্রিম কোর্টের নির্দেশে ব্রিজ ভূষণেജর বিরুদ্ধে দায়ের হয়েছে দু'টি মামলা। পুলিশের কাছে নির্যাতিতা কুস্তিগীররা অভিযোগ করেছেন, টুর্নামেন্ট, ওয়ার্ম আপ এমনকি ডাব্লুএফআই অফিসে অনুপযুক্তভাবে তাঁদের শরীর স্পর্শ করেছিলেন ব্রিজ ভূষণ। দুই অভিযোগকারী কুস্তিগীর পুলিশকে জানিয়েছেন, তাঁদের শ্বাস-প্রশ্বাস বা দম ধারণের ক্ষমতা পরীক্ষা করার অজুহাতে অনুপযুক্তভাবে স্তন স্পর্শ করতেন ব্রিজ ভূষণ শরণ সিং।
এদিকে ব্রিজ ভূষণের দাবি, তিনি নির্দোষ এবং তিনি নিজের পদ থেকে সরে দাঁড়াবেন না। সুপ্রিম নির্দেশে এফআইআর দায়েরের পর বিজেপি সাংসদ বলেছিলেন, 'আমি নির্দোষ এবং তদন্তের 💝মুখোমুখি হতে প্রস্তুত। আমি তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে প্রস্তুত। বিচার বিভাগের প্রতি আমার পূর্ণ আস্থা আছে এবং আমি সুপ্রিম কোর্টের আদেশকে সম্মান করি।' সাংসদ আরও বলেন, 'আমি বিচারব্যবস্থার সিদ্ধান্তে খুশি। দিল্লি পুলিশ এই মামলার তদন্ত করবে এবং আমি সবরকম ভাবে তাঁদের হযোগিতা করতে প্রস্তুত। এই দেশে বিচারব্যবস্থার থেকে কেউই বড় নয়। এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল। সরকারও জানায় যে তারা এফআইআর করবে। আমি তো সুপ্রিম কোর্টের থেকে বড় নই। আমি এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি।'