নতুন বছরের বার্তা দিতে গিয়ে নারীদের প্রতি সম্ম🍌ান দেখাতে বললেন পোপ ফ্রান্সিস। তাঁর কথায়, মহিলাদের বিরুদ্ধে হিংসা ঈশ্বরকে অপমানের সমান। ৮৫ বছর বয়সি পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি ✱মাস উদযাপন করেছিলেন শনিবার। এদিন রোমান ক্যাথলিক চার্চ ঈশ্বরের পবিত্র মেরি মাদারের প্রতি সম্মান জ্ঞাপন করে। পাশাপাশি এদিন বার্ষিক বিশ্ব শান্তি দিবসও পালন করে চার্চ।
এদিকে পোপ ফ্রান্সিসের শারীরি🍰ক অবস্থা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছে। এর আগে শুক্রবার বর্ষশেষের রাতে একটি মাসে ෴গিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সেই মাসে বক্তব্য দেওয়ার কথা ছিল পোপের। তবে সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও পোপ ফ্রান্সিস ভাষণ দেননি। তবে শনিবার তাঁর শরীর ভালো ছিল।
মাতৃত্ব এবং নারীদের ওপর সম্মান জানিয়ে নতুন বছরের সূচনার বার্তা দিয়ে পোপ ফ্রান্সিস এদিন বলেন, ‘মায়েরা সবার জন্য জীবন উৎসর্গ করে বিশ্বকে ঐক্যবদ্ধ রাখেন। তাই নারীদের সুরক্ষায় বড় উদ্য💧োগ গ্রহণ করা উচিত আমাদের। কিন্তু এই বিশ্বে নানীরা অনেক হিংসার শিকা෴র হচ্ছেন। এক নারীর বিরুদ্ধে হিংসা ঈশ্বরকে অপমান করা। আমাদের সবাইকে সৃষ্টি করেছেন এক নারী। তিনি সৃষ্টিকর্তা।’