একটি মাত্র বাক্য। সেটাকে ইংরেজিতে অনুবাদ করতে গিয়ে নাকাল সরকারি স্কুলের প্রধান শিক্ষক। বিহ🗹ারের মতিহারি জেলার ওই শিক্ষকের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাব-ডিভিশনাল অফিসার (SDO) স্কুল পরিদর্শনে এসেছেন। আর তখনই ত💮াঁকে একটি সহজ হিন্দি বাক্যকে ইংরেজিতে অ🤡নুবাদ করতে বলেন এসডিও। সেটা করতে গিয়েই রীতিমতো গলদঘর্ম হয়ে গেলেন প্রধান শিক্ষক মহাশয়।
ভিডিয়োটি ঘিরে উদ্বিগ্ন সকলেই। ইংরেজিতে দখল কারও কম বেশি হতেই পারে। কিন্তু একজন শিক্ষক হয়ে যদি এক লাইন অনুবাদ না পারেন, তবে তিনি পড়ুয়াদের কীভাবে পড়াবে🍨ন, তাই নিয়ে উঠছে প্রশꦉ্ন।
ঘটনাটি মোতিহারি জেলার পাকদিদয়াল ব্লক এলাকায়🔯 অবসౠ্থিত একটি সরকারি স্কুলের। এসডিও রবীন্দ্র কুমার এলাকার কিছু স্কুলে ঝটিতি পরিদর্শন করতে এসেছিলেন।
চৈতা পঞ্চায়েতের একটি স্কুল পরিদর্শন করার সময়, এসডিও রবীন্দ্র কুমার সোজা ক♉্লাসরুমে যান। তারপর তিন🏅ি মুকুল কুমার নামে একজন সহকারী শিক্ষককে, জলবায়ু এবং আবহাওয়ার মধ্যে পার্থক্য বলতে বললেন। প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন ওই শিক্ষক।
এরপর স্কুলের প্রধান শিক্ষক ♏বিশ্বনাথ রামের ঘরে যান তিনি। প্রধান শিক্ষকও এসডিওর কিছু সহজ প্রশ্নের উত্তর দিতে ব্💞যর্থ হন।