মধ্যপ্রদেশের জ🌳ব্বলপুর। রাস্তায় ধরা পড়ল জীবন সংগ্রামে টিকে থাকার এক মন খারাপ করা ছবি। এক হাতে রিকশার হ্যান্ডেল। অন্য হাতে দুধের শিশুকে আঁকড়ে ধরেছেন বাবা। কতটা কঠিন এই রোজকার জীবনযুদ্ধ। অনেকেরই চোখে জল এসেছে এই ভিডিয়ো দেখে। সূত্রের খবর পেটের টানে বছর দশেক আগে মধ্যপ্রদেশে এসেছিলেন রাজেশ নামে ওই যুবক। দুধের শিশুকে কার কাছে রেখে আসবেন? তাই রি꧒কশা নিয়ে বের হওয়ার সময় তাকেও সঙ্গে করে নিয়ে আসেন রাজেশ।
কাঁধের উপরেই ঘুমিয়ে পড়ে ছোট্ট শিশু। সারাদিন সেই অবস্থাতেই রিকশা টানেন রাজেশ। মাঝেমধ্যে বাচ্চাটিকে খাইয়ে দেন। তারপর আ👍বার জীবনযুদ্ধ। সংসারের মুখে হাসি ফোটাতে অন্য কোনও পথ নেই রাজেশের।
আসলে রাজেশের দ🔯ুটি সন্তান। বড়টাকে বাড়িতে রেখে আসেন তিনি। আর📖 ছোটটাকে নিয়ে কাজে বের হন তিনি। তবে রাজেশের জীবনযুদ্ধে এই করুণ ছবি দেখে মন খারাপ হয়েছে অনেকের। একজন নেটনাগরিক লিখেছেন, খুব বিপজ্জনকভাবে তিনি বাচ্চাকে কোলে নিয়েছেন। খুব দুঃখের। তাঁকে সহায়তা করা প্রয়োজন।
একজন লিখেছেন, আসুন তার পাশে থাকি। ক্রাউড ফান্ডিং করা যেতে পারে। যাতে তিনি একটা ই ไরিকশা কিনতে পারেন। অপরজন লিখেছেন, এই ছবি দেখে মন একেবারে ভেঙে গেল।
এর আগে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল একজন ফুড ডেলিভারি এজেন্ট দুই সন্তানকে কোলে নিয়ে খাবার পৌঁছে দেওয়ার কাজ করেন। ছেলে ও মেয়েকে কোলে নিয়েই তিনি অন্যের বাড়িতে খাবার পৌঁছে😼 দেন। সেই ভিডিয়ো দেখেনও মন কেঁদেছিল অনেকের।