অনিরুদ্ধ ধর
পাকিস্তানের পক্ষে স্লোগান উঠল পুনেতে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার আন্দোলনে পাকিস্তানকে সমর্থন জানিয়ে স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতি🔜মধ্যেই পুলিশ এনিয়ে তদন্ত শুরু করেছে।
পিএফআইয়ের আন্দোলনের একটি ভিডিয়ো সম্প্রতি সামনে এসেছে। সেখানে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। তবে এই ভিডিয়োর সত্য়তা যাচাই ক꧒রতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা। মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বের♈ দাবি, যারা এই ধরনের স্লোগান তুলেছেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।
সূত্রের খবর, সম্প্রতি দেশজুড়ে পিএফআই নেতৃত্বের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল এনআইএ। তারই প্রতিবাদে আন্দোলন কর্মসূচি শুরু করেছে পিএফআই। প🉐ুনের জেলাশাসকের দফতরের সামনেও চলছিল প্রতিবাদ কর্মসূচ💖ি। আর তখনই এই ধরনের চরম আপত্তিকর স্লোগান তোলা হয় বলে অভিযোগ।
Watch: 'Pakistan Zindabad' slogans allegedly raised at PFI stir in Pune against NIA crackdown | Report
এদিকে পুলিশের গাড়িতে আন্দোলনকারীদের তোলার সময় পাকিস্তানের সমর্থনে স্লো♋গান তোলা হয় বলে অভিযোগ। ডেপুটি কমিশনার অফ পুলিশ সাগর পাতিল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, অনৈতিকভাবে জড়ো হওয়ার অভিযোগে পিএফআই সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। স্লোগানের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিজেপি এমএলএ নীতেশ রানে জানিয়েছেন, যারা পাকিস্তানের সমর্থনে স্লোগান তুলেছেন তাদেরকে রে👍য়াত করা হবে না। পিএফআইকে নিষিদ্ধ করতে হবে। যারা পুনেতে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তুলেছে তাদের চুন চুন কে মারেঙ্গে। ইতনা ইয়াদ রাখনা। বলছেন বিজেপি বিধায়ক।