ড্রোন দꦍিয়ে মাছ ধরা। ছবি তোলা, সামরিক কার্যাবলী, কৃষিকাজ, ভৌগলিক পর্✨যবেক্ষণ এখন অতীত। ড্রোন দিয়ে মাছ ধরে ভাইরাল হলেন চিনের সাংহাইয়ের এক ব্যক্তি।
বর্তমানে সাংহাইতে কড়া লকডাউন। খাবারদাবার কিনতেও বাড়ি থেকে বের হওয়া বারণ। কিন্তু বাড়ি বসেই কামাল করলেন এক সাংহাইবাসী। ড্রোনে করে মাছ ধরে আনলেন তিনি। আরও পড়ুন: খাস কলকাতার বুকে ধরা পড়ল চিটফান্ড, ৩ বছরে টাকা 🅷ডবল করার টোপ দিয়ে গায়েব ৪০০ কোটি
নিউইয়র্ক ইউনিভার্সিটি সাংহাইয়ের সহযোগী অধ্যাপক রদ্রিগো জেইদান ভিডিয়োটি টুইট করেছেন। টুইটে বলেছেন, 'সাংহাই গ্ꩵরসারি শপিং, ২০২২ ভার্সান।'
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি আবাসনের বাসিন্দা মাছ ধরার গিয়ার হিসেবে মাল্টি-রোটর ড্রোন ব্যবহার ক𒉰রছেন। ড্রোনের ত🧜লায় একটি থ্রেডের মাধ্যমে টোপ ঝোলানো।
ড্রোন ক্যামেরায় দেখা যাচ্ছে, একটি কোই-কার্প পন্ডের দিকে টোপ নামাচ্ছে ড্রোনটি। চিনে অনেক বাড়িতেই এমন শৌখিন ম🧔াছের চৌবাচ্চা থাকে।
তারপর দেখা যাচ্ছে বেশ কয়েকটিꦑ মাছ টোপটি তাড়া করছে। একটি মাছ টোপ গিলতেই ড্রোনে করে মাছটি উপরে তুলে নেওয়া হয়।
সাংহাই, চিনের সবচেয়ে জনবহুল মহানগর। বর্তমানে সবচেয়ে খারাপ কোভিড প্রকোপের সম্মুখীন। শহর কর্তৃপক্ষ কঠোর লকডাউন জারি করেছে। স🦩াংহাইয়ের প্রায় আড়াই কোটি বাসিন্দা গত ২ মাস ধরে তাঁদের বাড়িতে আটকে রয়েছেন।