ন্যাশানাল মেডিক্যাল কমিশনের তরফ থেকে একটি নয়া গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেখানে সমকামিতা ও পায়ুসঙ্গমকে অস্বাভাবিক যৌন অপরাধ বলে আর গণ✤্য করা হয়নি।
সেই সঙ্গে হাইমেন( সতীচ্ছদ) ও তার নানা ধরন, এর ღমেডিকো লিগাল গুরুত্ব এই সংক্রান্ত বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়নি। এই নতুন সংশোধিত যে সিলেবাস সেখানে কুমারীত্ব পরীক্ষা করা বিষয়টি ( ভার্জিনিটি টেস্ট, আঙুল দিয়ে নারীꦆর যৌনাঙ্গে প্রবেশের মাধ্যমে) এগুলি সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এটা অমানবিক ও বৈষম্যমূলক।
এই ধরনের পরীক্ষা পুরো অবৈজ্ঞানিক বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গেই একাধিক বিষয়কে এই কারিকুলাম থেকে বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হল সেক্সুয়াল পার্ভার্সন যৌন বিকৃতি, ফেটিসিসম, ট্রান্সভেস্টিসম, ভয়েরিজম, স্যাডিজম, নেক্রোফ্যাজিয়া, ম্যাচোইজম, এক্সিবিটℱিওনিজমস, নেক্রোফিলিয়া এই বিষয়গুলিকেও বাদ দেওয়া হয়েছে।
এদিকে এর আগে গত ৩১শে অগস্ট সতীচ্ছদ ও তার নানা প্রকার ধরন সম্পর্কিত ব্যাপার পুনরায় উল্লেখ করা হয়েছিল। তবে বর্তমান নির্দেশিকায় সেটা বাদ দেওয়া হয়েছে। মাদ্রাজ হাইকোর্টের একটি নির্দেশ মেনে এই বিষয়গুলিকে বাদ দেওয়া হয়েছে🐎 বলে খবর। ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজিতে এই সাবজেক্টগুলি একেবারে বাদ দেওয়া হয়েছে।
ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি ক্যাটাগরি অনুসারে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, পসকো অ্যাক্ট সিভিল ক্রিমিনাল কেসের নানা দিক🌠 সম্পর্কে আলোচনার জন্য বলা হয়𓂃েছে।
এনএমসির পক্ষ থেকে বলা হয়েছে ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি সম্পর্কিত ব্যাপারে পড়ানোর সময় পড়ুয়াদের মেডিক্যাল প্র্যাকটিশের সময় মেডিকো লিগাল পরিকাঠামো, কোডস অফ কন্ডাক্ট, মেডিক্যাল এথিক্স🍃 সম্পর্কে জানানোর জন্য বলা হয়েছে।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিলেবাসে বদল করা হল। মূলত যে সমস্ত অবৈজ্ঞানিক বিষয় সংযুক্ত ছিল এই সিলেবাসের মধ্য়ে সেগুলিকে এবার বাদ দেওয়া হল সিলেবাস থেকে। তার মধ্য়ে একাধিক বিষয় রয়েছে। সেই সঙ্গেই ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি ক্যাটাগরি অনুসারে ভไারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, পসকো অ্যাক্ট সিভিল ক্রিমিনাল কেসের নানা দিক সম্পর্কে আলোচনার জন্য বলা হয়েছে।
গত ৩১শে অগস্ট সতীচ্ছদ ও তার নানা প্রকার ধরন সম্পর্কিত ব্যাপার পুনরায় উল্লেখ করা হয়েছিল। তবে বর্তমান নির্দেশিকায় সেটা বাদ দেওয়া হয়েছে। মাদ্রাজ হাইকোর্টের একটি নির্দেশ মেনে এই বিষয়গুলিকে বাদ দেওয়া হয়েছে বলে খবর। ফরেনসিক মেডিস🍃িন ও টক্সিকোলজিতে এই সাবজেক্টগুলি একেবারে বাদ দেওয়া হয়েছে।