দিওয়ালি এবং ছট পুজোর সময় পশ্চিম ভারত ও দিল্লির একাধিক স্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল। ট্রেনে উঠতে গিয়ে মানুষের হুড়োহুড়ি দেখা গিয়েছিল। এরপরও সাম্প্রতিককালে একাধিক ট্রেনের সংরক্ষিত কমরায় দেখা গিয়েছে, টিকিটহীনদের ভিড়। এরই মধ্যে সম্প্রতি উজ্জয়িনী স্টেশনের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, স্টেশনে এতই ভিড় যে প্ল্যাটফর্ম দিয়ে ট্রেনে উঠতে চাওয়ার চেষ্টা বৃথা। তাই অপরদিকে লাইনের ওপর দিয়ে হেঁটেই মানুষজন ট্রেনে উঠতে চাইছে। তাতেও ব্যর্থ হয়ে অবশেষে ট্রেনের জানলা দিয়েই কোনওমতে ট্রেনে ঢোকার চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োতে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, এক যুবতী ট্রেনের জানালা দিয়েই কামরার ভিতরে ঢুকছেন। এরপর পিছনে দাড়িয়ে থাকা যাত্রীর হাত থেকে ব্যাগ নেন। আরও এক যুবতীকে একইভাবে ট্রেনে চাপেন। তিনি আবার শাড়ি পরেছিলেন। (আরও পড়ুন: নতুন বছরে এ🐲ক ধাক্কায় অনেকটাই কমতে পারে 🥂বিমান ভাড়া, বড় ঘোষণা ইন্ডিগোর)
আরও পড়ুন: 'সামান্য দুষ্টুমি চলছে…', পেট্রোল-ডিজেলের দাম কমান🌊োর সম্ভাবনা⭕ নিয়ে মন্তব্য পুরীর