এত দিন যত রোগী আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে প্রায় এক চতুর্থাংশই প্রবীণ নাগরিক। আর সেই কারণেই মোদী সরকার ৭০ বছরে🦩র বেশি বয়সি রোগীদের সকলের জন্যই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালু করার সিদ্ধান🧔্ত নিয়েছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিষয়ে ছাড়পত্র দিয়েছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশের সময়েই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে যেমন প্রবীণ নাগরিক ও তাঁদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন, ෴তেমনই সরকার পক্ষও আগামী দিনে ইভিএমে এর সুফল꧟ ভোগ করবে।
বিশেষজ্ঞরা বলছ🦂েন, কেন্দ্রের এই প𒀰দক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। কেন? তথ্য বলছে, রীতিমতো সমীক্ষা চালিয়ে আমজনতার প্রয়োজন বুঝে নির্বাচনী ইস্তাহারে এই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তা কার্যকর হওয়ায় মানুষ খুশি হবে।
অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি, প্রবীণরা গুরুতর অসুস্থ বা অথর্ব হয়ে পড়লে, বহু ক্ষেত্রে তাঁদের পরিবারের সদস্যরাই তাঁদের পরিত্যাগ করেন। এই বয়স্ক মানুষগুলির কাছে নি🧜জেদের চিকিৎসা করানোর কোনও সামর্থ্য থাকে না।
এদিকে, অধিকাংশ স্বাস্থ্য বিমার ক্ষেত্রেই ৭০ বছরের বেশি বয়সিদের বিমার আওতাধীন রাখা হয় না। কারণ, তাতে বিমা সংস্থাগুলির আর্থিক মুনাফা কমবে। আ🍸র যে বিমা সংস্থাগুলি এই পরিষেবা দেয়, তাদের কিস্তির পরিমাণ অত্যন্ত বেশি। যা মধ্যবিত্তের নাগালের বাইরে। এই প্রেক্ষাপটে আয়ুষ্মান ভারত স𓂃ত্যিই সেই পরিবারগুলির পক্ষে সহায়ক হবে।