রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে দু'দিনের ব্যাঙ্ক ধর্মঘট চলছে। তারইমধ্যে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আশ্বাস দিলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ হলেও ব্যাঙ্ক কর্মীদের বেতন, পেনশন সুরক্ষিত থাকবে। মঙ্গলবার রাজ্যসভায় সীতারামন দাবি করেন, ব্যাঙ্ক-সহ আর্থিক প্রতিষ্ঠানগুলির বেসরকারিকরণ হলেও কর্মীদের স্বার্থ সুরক্ষিত থাকবে। কর্মীদের বেতন, বেতনক্রম এবং পেনশন-সহ যাবতীয় বিষয় রক্ষার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ কেন্দ্র। কারণ আচমকা কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং দীর্ঘ আলোচনার পর বেসরকারিকরণের পথে হেঁটেছে নরেন্দ্র মোদী সরকার। সীতারামন বলেন, ‘যে আর্থিক প্রতিষ্ঠানগুলির বেসরকারিকরণ করা হবে, তারপরও যে সেগুলি কাজ চালিয়ে যাবে, সেই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেক কর্মী এবং আধিকারিকের স্বার্থ সুরক্ষিত থাকবে।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই, দশকের পর দশক ধরে ব্যাঙ্কের কর্মীরা যে দক্ষতা অর্জন করেছেন এবং ব্যাঙ্ক চালিয়েছেন, সেভাবেই (বেসরকারিকরণের পর) কর্মীরা চালিয়ে যেতে পারেন।’তবে দেশের সব ব্যাঙ্কের বেসরকারিকরণ হবে না বলে আশ্বাস দিয়েছেন সীতারামন। তিনি বলেন, ‘কয়েকটি ব্যাঙ্ক দারুণ কাজ করছে। কয়েকটি ব্যাঙ্ক কাঁটায়-কাঁটায় কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন আমাদের সেইসব ব্যাঙ্কের প্রয়োজন, যেগুলির ক্ষমতা আরও বাড়ানো যেতে পারে। স্টেট ব্যাঙ্কের অফ ইন্ডিয়ার মতো আমাদের আরও অনেক ব্যাঙ্ক দরকার। যা দেশের আকাঙ্ক্ষা পূরণ করবে।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘আমরা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির জন্য একটি নীতির ঘোষণা করেছি। তার উপর ভিত্তি করে আমরা ওই চারটি ক্ষেত্র চিহ্নিত করেছি। যেখানে সরকারের ন্যূনতম উপস্থিতি থাকবে। তার মধ্যে আর্থিক প্রতিষ্ঠানও আছে। অর্থাৎ আর্থিক ক্ষেত্রেও আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থা থাকবে।’