বৈষ্ণবী সিনহা
কগনিজ্যান্টের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিয়েছে উইপ্রো ও ইনফোসিস। কগনিজান্টের বিরুদ্ধে তাদের অভিযোগ তারা কর্মীদের ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। এমনকী উইপ্রোর প্রাক্তন সিএফও যতীন দালাল কগনিজান🐈্টে যোগ দিয়ে𒆙ছিলেন। এরপরই তার বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতির অভিযোগ তোলা হয়েছে।
এদিকে চলতি মাসের প্রথম দিকে উইপ্রো তার দুজন প্রাক্তন কর্তার বিরুদ্ধে মামলা করেছিল। তারা কগনিজান্টে যোগ দেওয়ার পরেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়। 🌊উইপ্রো যতীন দালালের বিরুদ্ধে অভিযোগ তোলে যে তিনি চুক্তির শর🅘্ত ভঙ্গ করেছেন। তার কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ২৫ কোটি টাকা চাওয়া হয়েছে।
উইপ্রো যতীন দꦆালালের বিরুদ্ধে ১৯ শতাংশ সুদে ওই ক্ষতিপূরণের টাকা দাবি করেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতি⛄বেদন অনুসারে বিষয়টি জানা গিয়েছে।
অন্যদিক🍷ে উইপ্রোর প্রাক্তন সি♐এফওর বিরুদ্ধে স্থগিতাদেশও জারি করা হয়েছে। অন্যদিকে যতীন দালাল গোটা বিষয়টি নিয়ে আবেদন করে জানিয়েছে, বিষয়টি নিয়ে কোর্টের বাইরে মীমাংসা করে একটা সমঝোতা করা হোক। অন্যদিকে উইপ্রোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, কগনিজান্টের মতো সংস্থা অনৈতিকভাবে তাদের কর্মীদের ভাঙিয়ে নিয়ে যাচ্ছে।
উইপ্রো চিরদিনই কগনিজান্টকে তাদের প্র🍸তিযোগী হিসাবে মনে করে। এদিকে কগনিজান্টে যতীন দালাল যোগ দেওয়ার পরেই আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছে উইপ্রো।
অন্য়দিকে ইনফোসিসও বসে নেই। কগনিজ্যান্টর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ইনফোসিসও। তাদের দাবি অনৈতিকভাবে তাদের কর্মীদের ভাঙি😼য়ে নিয়ে যাচ্ছে কগনিজ্যান্ট। তাদের অফিসের পদস্থ কর্তাদের নানাভাবে নিজেদের কোম্পানিতে নিয়ে যাওয়ার তাল খুঁজছে তারা।
এদিকে সূত্রের খবর, সম্প্রতি কগনিজ্যান্ট অন্তত ২০জন এক্সিকিউটিভকে নিজেদের কোম্পানিতে নিয়ে নিয়েছে। তাদের মধ্যে চার༒জন আবার ইনফোসিস থেকে পদত্যাগ করেছে। এসবের জেরে বেজায় চটেছে ইনফোসিস ও উইপ্রো।