কোভিডের দাপট কিছুটা কমছে। আর তার নিরিখেই এবার নাইট কার্ফু ও অন্যান্য কড়াকড়িতে কিছুটা রাশ টানল ত্রিপুরা সরকার। মঙ্গলবার থেকে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। তবে সরকারের দাবি, কোভিড বিধি মেনে চলতেই হবে। সেক্ষেত্রে কোনও ছাড় নেই।সংশোধিত কোভিড নোটিফিকেশন অনুসারে এবার রাত ১০টা থেকে ভোট ৫টা পর্যন্ত নাইট কার্ফু লাগু থাকবে। নয়া নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, রাজ্য সরকার গোটা পরিস্থিতি অত্যন্ত ভালো করে পর্যালোচনা করেছে। সেক্ষেত্রে করোনা নাইট কার্ফু এবার থেকে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত লাগু থাকবে। নতুন নোটিফিকেশন অনুসারে মুভি থিয়েটার, মাল্টিপ্লেক্স, জিমনাসিয়াম, স্পোর্টস কমপ্লেক্স ৫০ শতাংশকে নিয়ে চালু থাকবে। কোভিড বিধি মেনে সমস্ত ধর্মীয় স্থান ও বিবাহ হল খোলা থাকবে। সরকার ও বেসরকারি অফিসে ১০০ শতাংশ হাজিরা রাখতে পারবে। তবে মিটিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা বাঞ্চনীয়। কাজের জায়গাগুলিতে নিয়মিত স্যানিটাইজ করা জরুরী। এদিকে গত জানুয়ারি মাসে নাইট কার্ফুর সময় পজিটিভিটি রেট ছিল ১০.৭২ শতাংশ। তবে বর্তমানে পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ৩.৫৩শতাংশ। গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯জন। চারজনের মৃত্যু হয়েছে। এদিকে মাস্ক না পরলে জরিমানার বিষয়টি লাগু থাকবে। পাবলিক প্লেসে মাস্ক না পরলে ২০০ টাকা জরিমানা করা হবে যদি প্রথমবার বিধিভঙ্গ করেন। বার বার বিধিভঙ্গ করলে ৪০০ টাকা জরিমানা করা হবে। সামাজিক দূরত্ব বিধি ও হোম আইসোলেশন বিধি ভঙ্গ করলে ১০০০ টাকা জরিমানা করা হবে।