জ্বলছে সুদান। সেদেশে আধা সামরিক বাহিনী বনাম সেনার যুদ্ধে এপর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আকাশ জুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী ও ইতিউতি জ্বলতে থাকা এলাকা জানান দিচ্ছে কতটা করুন পরিস্থিতি সেখানে। এদিকে গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানে আটকে রয়েছেন বহু ভারতীয়। তাঁদের নিরাপত্তা ও উদ্ধার সম্পর্কে এদিন উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কীভাবে তাঁদের দেশে ফির🍒িয়ে আনা যায় তা নিয়ে চলেছে বৈঠক।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশ সতিব বিনয় কাউত্র সমেত একাধিক ব্যক্তিত্ব এদিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠক চলে। বৈঠকে হাজির ছিলেন সুদানে ভারতের রাষ্ট্রদূত বিএস মুবারক। এছাড়াও বৈঠকে রিয়াধ ও মিশরে ভারতের রাষ্ট্রদূতরাও হাজির ছিলেন বলে জানা গিয়েছে। নৌসেনার প্রধান আর হরিকুমার ও বায়ুসেনার প্রধান বি আর চৌধুরীরা হাজির ছিলেন এই বৈঠকে। উল্লেখ্য, সুদানে এখনও মোট আটকে পড়া ভারতীয়ের সংখ্যা কত তা সঠিক জানা নেই অনেকেরই। সুদান বর্তমানে সামরিক এ রাজনৈতিক দুই দিক থেকেই প্রবল বিপর্যয়ের মুখো পড়েছে। সেই পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করা দিল্লির কাছে বড় চ্যালেঞ্জ। এদিকে, সুদানের খারতোমে যুদ্ধের গতিপ্রকৃতি বাড়তেই সেখানে দিনের পর দিন খালি হচ্ছে বাড়ি। এলাকাবাসী ঘর ছেড়ে পালাচ্ছেন। এখনও পর্যন্ত যা খবর, তাতে ৩৫০ জনের বেশি মানুষ প্রাꦫণ হারিয়েছেন। যে মৃতদের তালিকায় রয়েছেন একাধিক ভারতীয়। এর আগে, ২০ এপ্রিল রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুয়েতারেসের সঙ্গে দেখা করে সুদানের পরিস্থিতির কথা উল্লেখ করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সুদানের পরিস্থিতি নিয়ে দুই ব্যক্তিত্বের মধ্যে আলোচনা হয়।
( বন্দে ভারতের ধাক্কায় গ꧋রু গিয়ে পড়ল লাইনের ধারে প্রস্রাবরত 𝄹বৃদ্ধের ঘাড়ে, এরপর?)
বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, সুদানে আটকে থাকা ভারতীয়দের💟 সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগে রয়েছে দিল্লি। তিনি বলেন,'দিল্লিতে আমাদের টিম সুদানে আটকে থাকা ভারতীয়দের সঙ্গে কথা বলছে।' সুদানে আটকে থাকা ভারতীয়দের পরামর্শ দেওয়া হচ্ছে দিল্লির তরফে যে কোন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা কীভাবে রক্ষা করা যাবে। কোনও ঝুঁকি নিতে বারণ করা হয়েছে বলেও জানান বিদেশমন্ত্রী।
এই খবরটি আপনি পড়তে প🧸ারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড কর🔴ার লিঙ্ক