বন্দে ভারত ট্রেনের গতি থেকে তার ওপর ঢিল ছোড়ার ঘটনা নিয়ে বহু সময়ই ট্রেন শিরোনামে এসেছে। এবার ফের এ🐓কবার খবরে বন্দে ভারত ট্রেন। ঘটনা রাজস্থানের আরাবলি বিহার। সেখানে রেল লাইনের ধারে প্রস্রাব করার সময় আচমকা এক বৃদ্ধের ঘাড়ে এসে পড়ে গরু। জানা যায়, গরুটি বন্দে ভারত ট্রেনের ধাক্কায় গিয়ে আছড়ে পড়েছে। ঘটনার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
লাইনের ধারে করছিলেন প্রস্রাব। হঠাৎ ঘাড়ে আছড়ে পড়ল গরু। বৃদ্ꩲধ শিবদয়াল শর্মা ততক্ষণে আহত। কিছু বুঝে ওঠার আগে রহস্য দানা বাঁধতে থাকে, যে ওই গরু কোথা থেকে এল? তবে পরে জানা যায়, গরু ছিল রেল ট্র্যাকে। আর সেখান দিয়ে তখন যাচ্ছিল বন্দে ভারত ট্রেন। ওই বন্দে ভারত ট্রেনের ধাক্কায় গরুটি গিয়ে পড়ে বৃদ্ধের ঘাড়ে। ততক্ষণে প্রস্রাবরত বৃদ্ধ কিছু বুঝে ওঠার আগেই গরুর আচমকা পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, বন্দে ভারত ট্রেনে ধাক্কা খেয়ে গরু গিয়ে পড়েছিল বৃদ্ধের ঘাড়ে। তারফলে ওই বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু হয়ে যায়। এই মর্মান্তিক ঘটনার শেষে মৃত্যু হয় বয়স্ক শিবদয়াল শর্মার। উল্লেখ্য, এককালে তিনি ভারতীয় রেলেরই কর্মী ছিলেন। তিনি রেল থেকে অবসর নিয়েছিলেন ২৩ বছর আগে।
জানা যাচ্ছে, শিবদয়াল শর্মার এই মৃত্যুর ঘটনা বুধবারের। সেদিন আরাবলি বিহারের কালীমোরি গেট এলাকা ছেড়ে এগিয়ে গিয়েছিল বন্দে ভারত ট্রেনটি। তীব্র গতিতে ধা🧔বমান এই ট্রেনের লাইনে তখনই চলে আসে একটি গরু। ট্রেনে ধাক্কা খায় গরু। তারপর গরুর শরীরের একাংশ গিয়ে পড়ে লাইনের ধারে প্রস্রাবরত শিবদয়াল শর্মার উপর। ওই অংশে আছড়ে পড়তে সেখানেই মৃত্যু হয় রেলের প্রাক্তন কর্মী শিবদয়াল শর্মার। এরপর তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। উল্লেখ্য, বন্দে ভারত ট্রেনের ট্র্যাকে বারবার গরু কিম্বা মোষ এসে পড়ার ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার এই ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে বন্দে ভারত চালু হওয়ার পর পরই বহু দুর্ঘটনার খবর আসতে থাকে। তারপরই ঘটল এমন এক কাণ্ড।
এই খবরটি আপনি পড়তে পারেন HTไ App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক