নিরাপত্তারক্ষীকে চূড়ান্ত গালিগালাজ ও কুৎসিত অঙ্গভঙ্গি করলেন এক মহিলা। যে ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল 🔜হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওই নিরাপত্তীরক্ষীর কলার ধরেও টানতে গিয়েছে মহিলাকে। যিনি মদ্যপ ছিলেন বলেও অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ওই মহিলাকে আটক করেছে নয়ডা পুলিশ।
ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, আবাসনের মধ্যে একটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন এক মহিলা এবং এক নিরাপত্তারক্ষী। মহিলাকে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন তিনি। মহিলা অবশ্য প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন। তারইমধ্যে গেটের কাছে চলে যান। অপর এক নিরাপত্তারক্ষীকও ধাক্কা দিতে দেখা গিয়েছে। তারপর হাত নাড়িয়ে চূড়ান্ত গালিগালাজ করতে থাকেন ওই মহিলা। প্রথম নিরাপত্তারক্ষীকে উদ্দেশ্য করে কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকেন। সঙ্গে গালিগালাজের ফো🦩য়ারা ছুটতে থাকে। দ্বিতীয় নিরাপত্তারক্ষীর কলার ধরেও টানতে দেখা গিয়েছে ওই মহিলাকে।
(বিশেষ সতর্কীকরণ নিচের ভিডিয়োয় প্রচুর গালিগালাজ আছে। তাই ভিডিয়োর ক্ষেত্রে সতর্ক থাকুন।)
সেই ভিডিয়ো টুইট করেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। সঙ্গে লেখেন, 'নিরাপত্তারক্ষীদের সঙ্গে এই মহিলা গুন্ডামি করছেন, গালিগালাজ করেছেন। এটা কী ধরণের নোংরামি? এই মহিলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।' টুইটে নয়ডা পুলিশকেও🐓 ট্যাগ করেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী🐽, ভিডিয়োটি নয়ডার সেক্টর ৬৩-র জেপি গ্রিন উইশ সোসাইটির। গেট খোলার মতো মামুলি বিষয় নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে অভব্য আচরণ করেন ওই মহিলা। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর ওই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নয়ডা পুলিশ। ওই মহিলাকে ꦛআটকও করা হয়েছে বলে কয়েকটি প্রতিবেদনে জানানো হয়েছে।