দিল্লির তিস হাজারি কোর্টের অন্দরে এবার ধর্ষণের অভিযোগ উ♛ঠল। এক ২১ বছরের মহিলা অভিযোগ করেন কোর্টের অন্দরে, এক আইনজীবী তাঁকে ধর্ষণ করেছেন। অভিযোগ, ওই আইনজীবী নিজের চেম্বারে ওই মহি﷽লাকে ধর্ষণ করেন। ঘটনা ঘিরে স্বভাবতই ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। উত্তরর দিল্লির তিস হাজারি কোর্টের অন্দরে, আইনজীবীর চেম্বারের অন্দরে এই ধর্ষণের অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।
ওই ২১ বছর বয়সী মহিলার দাবি, তাঁকে চাকরি দেওয়ার নাম 💖করে ওই আইনজীবী নিজের চেম্বারে ডাকেন। আর কোর্টের অন্দরে সেই চেম্বারেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। গত ২৭ জুলাই এই ঘটনা ঘটেছে বলে খবর। আইনজীবী তাঁর ওপর বলপূর্বক চড়াও হয়েছেন বলে অভিযোগ মহিলার। এছাড়⛄াও মহিলার দাবি, ওই আইনজীবী তাঁকে হুমকিও দিয়েছেন। অভিযোগ, হুমকির সুরে মহিলাকে বলা হয়, যদি এই ঘটনার বিষয়ে তিনি কাউকে বলেন, তাহলে পরিণতি সুখের হবে না। এখানেই শেষ নয়। মহিলার দাবি, তাঁকে ১৫০০ টাকা হাতে ধরিয়ে দেন ওই আইনজীবী, এবং পরে তাঁকে চলে যেতে বলেন। এই অভিযোগ, পুলিশের কাছে করেছেন মহিলা।
(Tribals Death: চোর সন্দে꧙হে গুজরাটের ‘স্🌌ট্যাচু অফ ইউনিটির’ কাছে দুই আদিবাসীকে পিটিয়ে হত্যা )
পর💟ে বাড়ি ফিরে নিজের আত্মীয়কে এই ঘটনার কথা জানান মহিলা। এরপর সেই আত্মীয় পুলিশের দ্বারস্থ হন। পুলিশের তরফে দিল্লির সবজি মান্ডি পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
এদিকে, উত্তর প্রদেশের অযোধ্যায় ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে এক ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ রয়েছে সমাজবাদী পার্টির এক নেতার বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়🌠িয়েছে। জানা গিয়েছে, ওই কিশোরী ১২ সপ্তাহের গর্ভবতী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তার বাবা মা গর্ভপাতের সম্মতি দিয়েছেন। গোটা ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে🌠। পুলিশ আপাতত ডিএনএ টেস্টের পথে যাচ্ছে। গোটা মামলা যাতে অভিযুক্তের বিরুদ্ধে আরও পোক্ত হয়, তাই এই ডিএনএ টেস্ট। আপাতত ওই কিশোরীর বাড়ির চারদিকে মোতায়েন রয়েছে পুলিশ।