কোন ﷽♔কোন ক্ষেত্রের কর্মীদের আগামী বছর বেতন বাড়বে? দেখুন কী বলছে সমীক্ষা
এখন বিশ্ব অর্থনীতিতে একটা বড় ফ্যাক্টর করোনা পরিস্থিতি। তাই আগামী ২০২২ সালে আপনার বেতন বাড়বে কিনা, তা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপরেই। কিন্তু বেশ কিছু ক্ষেত্র করোনা লকডাউনে বিশেষ প্রভাবিত হয়নি। কিছু ক্ষেত্রে আবার বেড়েছে ব্যবসা। সেই ক্ষেত্রগুলিতে আগামী বছর কর্মীদের বেতন বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। এই ক্ষেত্রগুলির ক💛র্মীদের বেতন নূন্যতম ৮% বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ নিয়োগ সংস্থা মাইকেল পেজ।
ই-কমার্স : করোনা পরিস্থিতিতে মল, দোকান, যাতায়াতের মাধ্যম বন্ধ। তাই অনলাইন কেনাকাটার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ফলে এই সেক্টরের কর্মীদের আগামী অর্থবর্ষে বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাই 𝔍বেশি।
তথ্যপ্রযুক্তি : লকডাউনে বি🏅ভিন্ন সেক্টরে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তাছাড়া তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মীদের বাড়ি থেকে কাজে খুব বেশি সমস্যা নেই। সংগঠিতভাবে ওয়ার্ক ফ🍸্রম হোম চলছে। ফলে আগামী অর্থবর্ষে রেইজ-এর সম্ভাবনাই বেশি।
অর্থনৈত💎িক পরিষেবা : ফিন্যান্সিয়াল সার্ভিসেস-এর সঙ্গে জড়িত সংস্থাগুলিও আগের মতোই কাজ করছে। ফলে সেক্ষেত্রেও আগামী বছর বেতন বৃদ্ধিতে বাধা নেই।
ফার্মা সংস্থা : করোনা পরিস্থিতিতে ওষুধে𓃲র চাহিদায় কোনও প্রভাব পড়েনি। বরং বেশ কিছু ওষুধের চাহিদা বেড়েছে। ফলে ফার্মা সংস্থার কর্মীদে﷽র বেতন আগামী অর্থবর্ষে বৃদ্ধির আশা করা হচ্ছে।
এদিকে হোটেল, বিমান পরিষেবা, রিটেইলের কর্মীদের ক্ষেত্রে আগামী বছরেই বেতন বৃদ্ধির সম্🌼ভাবনা তুলনামূলকভাবে কম। তবে পুরোটাই নির্ভর করছে আগামিদিনে করোনা পরিস্থিতির উপর।