ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২তে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। পোল্য়ান্ডকে ৩-১ এ হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। আর দেশের সেই জয়কে উদযাপন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। স্ট্রাইকার কিলিয়ান এমব্যাপে আর অলিভিয়ার♛ জিরাউডের ছবি পোস্ট করে উচ্ছাস প্রকাশ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
টুইট করে তিনি লিখဣেছেন, 'En Quarts!' তার অর্থ কোয়ার্টার ফাইনালে! দেশের এই সাফল্য়ের ছবিকে তুলে ধরেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। কিলিয়ানই কার্যত জয়ের কারিগর। সেই রূপকারের ছবিও পোস্ট করেছেন তিনি।
এদিকে প🐟্রাক্তন ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার টুইট করে স✨েই কিলিয়ানের গলাতেই বিজয়মালাটা পরিয়েছেন। তিনি লিখেছেন, উলালা! কিলিয়ান এমব্যাপে এনিয়ে চারটি গোল দিল। তিনি টুর্নামেন্টের টপ স্কোরার।
এদিকে হাফ টাইমের ঠিক🥀 আগে বিপক্ষে পোল্যান্ডের জালে বল জড়িয়ে দিয়েছিলেন যিনি তিনি আর কেউ নন অলিভিয়ার। তাঁর প্রশংসাও এখন ফ্রান্সের মুখে মুখে। তাঁর নামও বিশ্বের ফুটবলের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গোটা দেশ গর্বিত তাঁদের নিয়ে।
ফ্রান্সের কোচ দিদিয়ার ডেসচ্য়াম্পস জানিয়ে𝔉ছেন, অলিভিয়ার সবসময়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ🃏 খেলোয়াড়।
এদিকে আগামী ১১ ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল ম্য়াচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। সেই রূদ্ধশ্বাস ম্য়াচের দিকে তাকিয়ে রয়েছে🧸 গোটা বিশ্ব।
কাতারে জমে উঠেছে বিশ্ব ফুটবলের আসর। বলের জাদু দেখতে 𒁏হাজির হয়েছেন ফুটবলপ্রেমীরা। গোটা বিশ্ব থেকেই সেখানে আসছেন ফুটবলপ্রিয় বিশ্ববাসী। নিজে𒉰র দেশের পরাজয়ে কেউ বিমর্ষ আবার নিজের দেশের সাফল্যে উচ্ছাসে ভাসছেন অনেকেই। কেউ আবার প্রিয় দেশের জন্য় রাতদিন গলা ফাটাচ্ছেন। সব মিলিয়ে ফুটবল যেন ঘুচিয়ে দিয়েছে গোটা বিশ্বের দেশ কালের সীমারেখাকে।