১ জানুয়ারি মধ্যরাত থেকে বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন ছাড়িয়ে যাবে। বৃহস্পতিবার এমনই জানিয়েছে এইএস সেনসাস ♒বিউরো। ২০২৪ সালে বিশ্ব জুড়ে প্𝄹রায় ৮ মিলিয়ন মানুষ বসবাস করবে।
আরও পড়ুন: উৎসবের মরশুমে বাড়তে পারে ডায়াবিটিস! এই নিয়ম মানলেই ঝটপট কমবে ব💦্লাড সুগার
এই সংখ্যা থেকে ভালো ভাবেই বোঝা যাচ্ছে যে এক বছরে প্রায় ৭৫ মিলিয়নেরও বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে । জনসংখ্যা ঘড়ি বা পুপলেশন ক্লক অন🌸ুযায়ী, প্রতি সেকেন্ডে &nbs🥃p;জন্মের পরিসংখ্যান ৪.৩ এবং মৃত্যুর পরিসংখ্যান ২।
আরও পড়ুন: চা চাইতে গিয়ে চরম পরিণত𝓡ি! ধারাল কাঁচি দিয়ে বরের চোখে কোপাল বউ
যদিও জনসংখ্যার🐠 হার গত বছরের তুলনায় কিছু𒐪টা কমে গিয়েছে। যদিও গত বছরের তুলনায় জনসংখ্যার হার মাত্র ১ শতাংশ কমেছে।
আরও পড়ুন: বছ♎রের প্রথম দিন কীভাবে কাটাবেন? এই ꧂টিপসে একবারে বদলে যাবে আপনার নিউ ইয়ার
১ জানুয়ারি, ২০২৪ তারিখে বিশ্বের জনসংখ্যা ৮,০১৯,৮৭৬,১৮৯, যা ২০২৩ সালের নববর্ষের দিন থেকে ৭৫,১৬২,৫৪১ বৃদ্ধি পেয়েছে। এই পরিস൲ংখ্যান রীতিমতো চমকে দেওয়ার মতো।
আরও পড়ুন: ডিসেম্বরেও রীতিমতো গরম! কোথায় পালাল হাড🌼় হিম করা শীত? HT বাংলাকে জানালেন পরিবেশবিদ
ফোর্বসের একটি প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের নভেম্বরে, রাষ্ট্রসংঘ অনুমান করে যে বিশ্বের জনসংখ্যা ৭ বিলিয়ন পৌঁছনোর ১১ বছর পরে ৮ বিলি🐻য়নে পৌঁছেছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জনসংখ্যা বৃদ্ধির জন্য ‘বৈজ্ঞানিক অগ্রগতি এবং পুষ্টি, জনস্বাস্থ্য এবং স্যানিটেশনের উন্নতি’কে এর প্রধান কারণ বলে ব্যꦺক্ত করেছেন।
আরও পড়ুন: ভ্যাকসিন নিলেই কমবে কোলেস্টেরল! ঝুঁকি কমবে হৃদরোগেরও, চﷺমকে দেওয়ার মতো আবিষ্কার
প্রজনন হার হ্রাস এবং জনসংখ্যার বেশিরভাগই তরুণ হওয়ায় সেনসস ব্যুরো অনুমান করে যে বিশ্বব𒁃্যাপী ৯ বিলিয়ন জনসংখ্যা অর্জন করতে আরও ১৪ বছরেরও বেশি সময় লাগবে। ১০ বিলিয়ন মার্কে পৌঁছাতে অতিরিক্ত ১৬.৪ বছর সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে, যার ফলে বোঝা📖 যাচ্ছে যে ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে।
আরও পড়ুন: ব্রণ পালা��বে চিরকালের মতো! মিলবে ঝকঝকে,🥃 দাগহীন ত্বক, কীভাবে? জেনে নিন
কোভিড-১৯ মহামারি জনসংখ্যা বৃদ্ধির উপরও প্রভাব ফেলেছে, ২০২১ সালে মানুষের গড় আয়ু ৭১ বছরে ন♕েমে এসেছে এবং বিশ্বের প্রতিটা দেশে কোভিডের কারণে মৃত্যুও হয়েছে প্রচুর ফলে জনসংখ্যাও কমেছে।