ছা🔴ত্রছাত্রীদের বাণিজ্যিক সাফল্যের দিশা দেখাতে পঞ্চম বিজ়নেস এক্সেলেন্স সামিটের আয়োজন করল জ়েভিয়ার ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট ভুবনেশ্বর। ২ দিনের এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক - ছাত্ররা ছাড়াও হাজির ছিলেন বহু খ্যাতনামা ম্যানেজমেন্ট গুরু। বাণিজ্যে অগ্রগতিতে নিজেদের ভাবনা ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚছাত্রদের সামনে তুলে ধরেন তাঁরা।
এবারের বিজ়নেস এক্সেলেন্স সামিটে আলোটনার মূল বিষয় ছিল ‘নেভিগেটিং দ্য আননোন’। সামিটের উদ্বোধন করেন XIM বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ্যান্থনি আর উভারি। উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন ITC-র চিফ এগজ়িকিউটিভ পার্সোনাল কেয়ার সমীর শতপথি, CISCO-র কান্ট্রি সেলস লিডার প্রꦅবীণ শ্রীনিবাসন, আদানি গোষ্ঠীর বিমা বিভাগের প্রধান নীরজ দাস, টাটা ডিজিটালের লেনদেন বিভাগের বিনয় চোলেটি প্রমুখ। ছিলেন গুগলের ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং তুষার শাহু। বাণিজ্য প্রসারে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন প্রত্যেকেই।
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, পুঁথিগত বিদ্যার বাইরে এই ধরণের সামিট ছাত্রদের বিভিন্ন শিল্পক্ষেত্রে পꦦরিচিত মানুষদের অভিজ্ঞতা জানার সুযোগ করে দেয়। সঙ্গে তাঁদের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগও পান ছাত্ররা।