খুশির ইদের আগে রমজানের মাস চলছে। সেই উপলক্ষে একটি দাতব্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইয়েমেনের রাজধানী সানায়। সেই অনুষ্ঠানেই চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। আর তাতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত পক্ষ ৮৫ জনের। হুদি সংগ্রামের সঙ্গে যুক্ত আধিকারিকরা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ঘটনায় এখনও অনেকে গুরুতর ভাবে আহত অবস্থায় হাস꧒পাতালে র🌟য়েছেন বলে জানা গিয়েছে। ইয়েমেনের আল মসিরাহ টিভির রিপোর্ট অনুযায়ী, অন্তত ১৩ জন এখনও সংকটনজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন। এদিকে স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৩২২ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এই ঘটনায়। জানা গিয়েছে সানা শহরের আল-কবুস মার্কেটের পাশে মোইন স্কুলের সামনে ঘটনাটি ঘটেছে।
হুদি নিয়ন্ত্রিত ইয়েমেনি স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, রমজান উপলক্ষে স্থানীয় কিছু ব্যবসায়ী দরিদ্রদের টাকা পয়সা দান করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানেই পরিস্থিতি নিয়েন্ত্রণের বাইরে চলে যায়। এর জেরেই এই বিপত্তি ঘটে। যদিও আল জাজিরার সাংবাদিক সাদ আবেদিন দাবি করেন, হুদি বন্দুকধারীরা সাধারণ মানুষের ওপর গুলি চালাতে শুরু করায় হুলস্থুল কাণ্ড বাঁধে। তখনই হুড়োহুড়িতে এত লোক পদপিষ্ট হয়ে মারা যান। এদিকে হুদি ম⛄ুখপাত্র জানান, রমজান উপলক্ষে প্রতিজনকে ৫০০০ ইয়েমেনি রিয়াল (প্রায় ৯ ডলার) করে দেওয়া হচ﷽্ছিল। সেখানেই অনেকে ভিড় জমিয়েছিল। এদিকে ঘটনাটিকে দুঃখজনক বলেও আখ্যা দেয় হুদি মুখপাত্র।
এদিকে রমজান উপলক্ষে এই দাতব্য অনুষ্ঠানের আয়োজন করা দুই ব্যবসায়ীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। এদিকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে ঘটনা প্রসঙ্গে এক প্রতক্ষদর্শী জানান, আল-কবুস ম✤ার্কেটের পাশে মোইন স্কুলের প্রাঙ্গনে অনেকেই টাকা পেতে জড়ো হন। এরপর হুদি বন্দুকধারীরা শূন্যে গুলি ছোড়ে। এরপরই একটি গুলি সেখানে বিদ্যুতের তারে গিয়ে লাগে। এতে বিকট আওয়াজ করে বিস্ফোরণ ঘটে। যা থেকে উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ায় এবং সবাই প্রাণের ভয়ে পালানোর চেষ্টা শুরু করে। সেই সময়ই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অনেকের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়ো দেখা যাচ্ছে, স্কুলের মাঠে কয়েক ডজন মানুষের মৃতদেহ পড়ে রয়েছে। উল𒀰্লেখ্য, ২০১৪ সাল থেকেই সানা হুদিদের নিয়ন্ত্রণে। অপরদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে সংঘাত জারি রয়েছে হুদিদের। এই সংঘর্ষে বিগত কয়েক বছরে অন্তত দেড় লাখ মানুষ নিহত হয়েছে সেদেশে।