দশ ঘণ্টা বন্ধ থাকবে ইয়েস ব্যাঙ্কের অনলাইন পরিষেবা। নেট ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ, আরটিজিএস, নেফটের মতো পরিষেবা ব্যবহার করতে 🧸পারবেন না গ্রাহকরা। সেই সময় এটিএম ও পিওএস পরিষেবাও ব্যাহত হবে।
শুক্রবার গ্রাহকদের ൩মেসেজ পাঠিয়ে ইয়েস ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, 'ডাউনটাইম অ্যালার্ট। ২৪ জুলাই (ইংরেজি মতে তারিখ) রাত ১ টা ৩০ মিনিট থেকে সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ইয়েস ব্যাঙ্কের সিস্টেমে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তার জেরে ওই সময়ের মধ্যে ইয়েস ব্যাঙ্ক⛎ (অনলাইন), ইয়েস মোবাইল অ্যাপ, ইয়েস রোবট, কর্পোরেট নেট ব্যাঙ্কিং, ইউপিআই পেমেন্ট, নেফট, আইএমপিএস ও আরটিজিএস এবং এটিএম ও পিওএস পরিষেবা ব্যাহত হবে।'
এমনিতে রক্ষণাবেক্ষণের জন্য অনলাইন পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হওয়া একেবারেই অস্বাভাবিক নয়। চলতি মাসে রক্ষণাবেক্ষণের জন্য ইতিমধ্যে চারবার নির্দিষ্ট সয়ের জন্য ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ রেখেছিল স্টেট ব্যাঙ্ক অফ 💜ইন্ডিয়া (এসবিআই)। গত ১৬ জুলাই রাত ১১ টা থেকে ১১ টা ৪০ মিনিট পর্যন্ত পরিষেবা স্তব্ধ ছিল। গত সপ্তাহে ১০ থেকে ১১ জুলাইয়ের মধ্যবর্তী রাতে চার ঘণ্টা মেলেনি ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা। তার আগে গত ৪ জুলাই কিছুক্ষণের জন্য ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের গ্রাহকরা ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারেননি। ১৮ জুলাইও দু'ঘণ্টা পরিষেব♓া বন্ধ ছিল। তবে দীর্ঘ ১০ ঘণ্টা নেট ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ, আরটিজিএস, নেফটের মতো পরিষেবা বন্ধ রাখবে ইয়েস ব্যাঙ্ক। গ্রাহকদের সবথেকে দুশ্চিন্তায় ফেলেছে এটিএম এবং পিওএস পরিষেবাও