যে অস্ট্রেলিয়ান বোলারকে বড় বড় তারকারাও ভয় পায়। যাকে খুব বেশি রাগাতে পছন্দ করেননা কোনও বুদ্ধিমান ব্যাটার। সেই মিচেল স্টার্ককেই অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে যশস্বী জয়সওয়াল স্লেজিং করে বলেছিলেন পার্থ টেস্টে, ‘তোমার বল খুব আসতে আসছে ’। যশস্বী এমন সাহস আর আত্মবিশ্বাস দেখে মুগ্ধ ইংরেজ তারকা অ্যালেস্টার কুক।