২০২০ সালে প্রকাশিত পাসপোর্ট বিধিকে ছাপিয়ে যায় ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন। এমনই পর্যবেক্ষণ করল দিল্লি হাইকোর্ট। এই আবহে এক অপ্রাপ্তবয়স্ক ভারতীয় দ্বৈত নাগরিকত্বও রাখতে পারে বলে জানিছে হাইকোর্ট। উক্ত মামলায় দুই শিশুর বাতিল হয়ে যাওয়া পাসপোর্ট ফের ইস্যু করার নির্দেশ দেয় হাই কোর্ট।