বায়ুদূষণ ঘিরে যত হইচই দিল্লি ঘিরে। অথচ শুধু দিল্লি নয়, ভারতের একাধিক শহরে বায়ুর মান মোটেও ভালো নয়। যা উঠে এলে সুইজারল্যান্ডের জলবায়ু সংক্রান্ত গোষ্ঠী 'আইকিউ এয়ার'-এর পরিসংখ্যানে। যে গোষ্ঠী রাষ্ট্রসংঘের পরিবেশ সংক্রান্ত কর্মসূচির সহযোগী। সেই গোষ্ঠীর বায়ুর ম🎀ান ও দূষণের মাত্রা ‘ট্র্যাকিং’ পরিষেবা অনুযায়ী, বিশ্বের সবথেকে দূষিত ১০ শহরের মধ্যে আছে ভারতের তিনটি শহর। দেখে নিন কোন কোন শহর সেই তালিকায় আছে।