কড়া সুরক্ষার মধ্যে ১৬৯ দিন পর দিল্লিতে দৌড় মেট্রোর, এবার চ্যালেঞ্জ কলকাতার Updated: 07 Sep 2020, 11:51 AM IST Ayan Das অবশেষে ১৬৯ দিন অবশেষে শুরু হল দিল্লি মেট্রোর পরিষেবা। সেজন্য কড়া করোনাভাইরাস সুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে। প্রতিটি স্টেশনে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। একনজরে দেখে নিন প্রথম দিনে দিল্লি মেট্রোর ছবিটা -