কৃমির দাপট থেকে রক্ষা পেতে খাবার দাবারের পরিচ্ছন্নতা প্রয়োজন। এমনকি হাত পা ধোয়া থেকে শুরু করে একাধিক দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেক বাড়িতেই শিশুদের কৃমি থেকে রক্ষা করতে কালমেঘ পাতার রস দেওয়া হয়। তবে এই পাতার রস ছাড়াও একাধিক ঘরোয়া উপায় রয়েছে কৃমিকে উৎখাত করতে। দেখে নেওয়া যাক সেই ঘরোয়া উপায়গুলি।