১১ বছরে পা অবশের পরও হাল ছাড়েননি, প্রথম ভারতীয় মহিলা হিসেবে Paralympics-এ সোনা আভনির
Updated: 30 Aug 2021, 12:59 PM ISTবছর নয়েক আগে একটা দুর্ঘটনায় তাঁর জীবনে অন্ধকার নেমে এসেছিল। হারিয়ে ফেলেছিলেন হাঁটার ক্ষমতা। শুধু তো শারীরিক নয়, লড়াই করতে হয়েছিল মানসিক যন্ত্রণার বিরুদ্ধে। আর সেই দাঁতে-দাঁত চেপে লড়াইয়ের পুরস্কার আজ পেলেন আভনি লেখারা। প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে জিতলেন সোনা। যিনি অভিনব বিন্দ্রার আত্মজীবনী পড়ে উদ্বুদ্ধ হয়েছিলেন। একনজরে আভনি লেখারার জীবনী -
পরবর্তী ফটো গ্যালারি