অনলাইন গেমিংয়ের ওপর সম্প্রতি ২৮ শতাংশ হারে জিএসটি বসানোর সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। যার জেরে মাথায় হাত অনলাইন গেমিং সংস্থাগুলির। এই জিএসটি-র জেরে অনলাইন গেমিং সংস্থাগুলির আয়ে থাবা বসবে না। তবে আশঙ্কা করা হচ্ছে, এই জিএসটি-র জেরে খেলোয়াড়ের সংখ্যা কমবে। এর জেরে লোকসান হতে পারে গোটা শিল্পের।