বাংলাদেশের সঙ্গে ড্রয়ের পর ম্যানোলো মার্কুয়েজ বলছেন, ‘আমি দলের পারফরমেন্স নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না, তবে দল একদমই বাজে খেলেছে ’। এআইএফএফের এক শীর্ষকর্তা বলছিলেন, যাতে বাংলাদেশের অসুবিধা হয় তাই সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক ওপরে থাকা শিলংয়ে ম্যাচ দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে বাংলাদেশই ভালো খেলল।