Monkeypox Outbreak: প্রতি দু’সপ্তাহে দ্বিগুণ সংক্রমণ, ক্রমেই ‘প্যান্ডোরার বাক্স’ থেকে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স
Updated: 27 Jul 2022, 06:52 PM ISTMonkeypox Outbreak: ক্রমেই মাঙ্কিপক্স প্যান্ডোরার বাক্সের ঢাকনা খুলে ছড়িয়ে পড়ছে। এর জেরে এই রোগ ঠেকানোর সম্ভাবনা কমে আসছে। এমনই অশনি সঙ্কেত শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পরামর্শ দেওয়া বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রতি দুই সপ্তাহে দ্বিগুণ হচ্ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। এই রোগের চূড়োতে পৌঁছতে বেশ কয়েক মাস লাগতে পারে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তবে ক্রমেই এই রোগকে ঠেকানোর উপায় কমে আসছে বলেও মত প্রকাশ করেছেন অনেকে।
পরবর্তী ফটো গ্যালারি