ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। সব ধর্মকেই সমান ভাবে অগ্রাধিকার দেওয়া হয় এখানে। সবারই নিজের নিজের ধর্ম পালনের অধিকার আছে। তবে ১৯৭৬ সালের আগে সাংবিধানিক ভাবে ভারত 'ধর্মনিরপেক্ষ' ছিল না। তবে দেশের কোনও নির্দিষ্টি 'সাংবিধানিক ধর্ম' ছিল না। কিন্তু এবার দেশে 'সাংবিধানিক ধর্ম' চালুর দাবিতে দায়ের হল আবেদন।