Punjab Exit Poll Results: ‘ঝাড়ুর’ ঝড়ে 'বোল্ড' সিধু, চান্নি, বিপুল আসন নিয়ে পঞ্জাব দখলের পথে AAP: সমীক্ষা
Updated: 07 Mar 2022, 08:06 PM IST‘ঝাড়ুর’ ঝড়ে পঞ্জাবে টিকতে পারবে না কোনও দলই। বুথফেরত সমীক্ষায় তেমনই আভাস দেওয়া হল। সমীক্ষা অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। এমনকী ১১৭ টি আসনের মধ্যে সেঞ্চুরি হাঁকাতে পারে। নভজ্যোত সিং সিধু, চরণজিৎ সিং চান্নিদের অন্তর্দ্বন্দ্বে রীতিমতো ধসে যেতে পারে কংগ্রেস। বিজেপি এবং অকালি শিরোমণি দল সেভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে না। বুথফেরত সমীক্ষায় কোন দল কতগুলি আসন পেতে পারে বলে আভাস দেওয়া হচ্ছে, তা দেখে নিন একনজরে - (উত্তরপ্রদেশের বুথফেরত সমীক্ষা, উত্তরাখণ্ডের বুথফেরত সমীক্ষা, গোয়ার বুথফেরত সমীক্ষা, মণিপুরের বুথফেরত সমীক্ষা)
পরবর্তী ফটো গ্যালারি