Uttarakhand Exit poll 2022: দেবভূমিতে 'কাঁটে কি টক্কর'-এ বিজেপি-কংগ্রেস! এক্স ফ্যাক্টর হতে পারে বিএসপি, বলছে C-Voter
Updated: 07 Mar 2022, 05:24 PM ISTদেবভূমি উত্তরাখণ্ডের রাজনীতিতে গত কয়েক বছরের ট্রেন্ডে বিজেপি বনাম কংগ্রেসের লড়াই মুখ্য হয়ে উঠেছে। তবে তার মাঝে দেবভূমির রাজনীতির অঙ্গনে নানান সময়ে এসেছে দুই হাইপ্রোফাইল দলের দলীয় কোন্দলের খবর, আবার তারই মাঝে উঠে এসেছে আম আদমি পার্টির মতো নানান রাজনৈতিক দলের প্রবেশের সংবাদ। ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ১০ মার্চ। তার আগে ৭ মার্চ সন্ধ্যে ৬ টায় রয়েছে বুথ ফেরত সমীক্ষা। উত্তরাখণ্ডে সরকার গড়ার ম্যাজিক ফিগার ৩৬। একনজরে দেখে নেওয়া যাক গোয়ার বুথ ফেরত সমীক্ষা। কী বলছে পঞ্জাবের ভাগ্য, দেখে নেওয়া যাক চান্নি-গড়ের বুথ ফেরত সমীক্ষা। যোগীগড় উত্তরপ্রদেশের হাওয়াও এই ভোটে তাক লাগাচ্ছে, ঠিক যেমন টা নজর কাড়বে মণিপুরের ভোটের বুথ ফেরত সমীক্ষা।
পরবর্তী ফটো গ্যালারি