Share Market 6000 Sensex Points Dip: এক মাসেই ৬ হাজার পয়েন্ট পতন সেনসেক্সে, BSE সূচক কেন নেমেছে ৮০০০০-এর নীচে? Updated: 26 Oct 2024, 10:22 AM IST Abhijit Chowdhury গত ২৬ সেপ্টেম্বরে বম্বের শেয়ার বাজারের সূচক সর্বকালীন সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। তবে এরপর থেকে একমাসে ক্রমাগত পতন হয়েছে সেনসেক্সে। এই আবহে গত ২৬ সেপ্টেম্বরের তুলনায় এখন সেনসেক্স ৬ হাজারেরও বেশি নীচে। কী কারণে এই পতন ঘটছে?