Varun Chakravarthy- ‘এটাই আমার সেরা বোলিং’! ১৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়ে বলছেন বরুণ! উৎসর্গ করলেন কাকে?
Updated: 02 Feb 2025, 11:12 PM ISTসিরিজ সেরা হয়ে বরুণ চক্রবর্তী বলেন, ‘এটাই আমার সেরা বোলিং এখনও পর্যন্ত। অবশ্য আরও উন্নতি করতে হবে। কয়েকটা বাজে বলও করেছি, যেগুলো আমার করা উচিত হয়নি। ঠিক সময় ভালো বোলিং করার দিকেই জোর দিচ্ছি আমি, সেটাই বজায় রাখতে হবে। আমি এই পুরস্কার আমার স্ত্রী, সন্তান এবং অভিভাবকদের উৎসর্গ করতে চাইব’।
পরবর্তী ফটো গ্যালারি