তাওয়াং ও চাম্বা উপত্যকা ভারতীয় সেনার জন্য কৌশলগত দিক থেকে বেশ প্রাসঙ্গিক। কারণ তাওয়াং থেকে ভূটান সীমান্তে নজরদারি চালায় ভারত, আর চাম্বা থেকে নেপাল তিব্বত সীমান্তে নজরদারি চালায় ভারত। এদিকে, চিন দাবি করে অরুণাচলের একটা বড় অংশ তাদের। সেই জায়গা থেকে বহু কৌশলগত সুবিধা নিতে তৎপরতা বাড়িয়ে চিনের এই আগ্রাসী মনোভাব বলে মনে করা হচ্ছে।